কলকাতা: নিউটাউনে হিডকোর (HIDCO) জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তিনটি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।                    


পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট: কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? কীভাবে সেখানে গড়ে উঠছে পার্টি অফিস? হিডকোর জমিতে থাকা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিয়ে হিডকোকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জেনেও হিডকো এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কোনও পদক্ষেপ করেনি- এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চায় আদালত। তাদের জমিতে বেআইনি পার্টি অফিস গড়ে উঠেছে বলে রিপোর্ট দিয়ে জানায় হিডকো।


মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি অমৃতা সিন্হার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, নিউটাউনে হিডকোর জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ৩টি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। পাশাপাশি, তিনি হিডকোর আইনজীবীকে প্রশ্ন করেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাথ! অবৈধ নির্মাণ করা হচ্ছে! আপনাদের কি নির্দিষ্ট কোনও আইন নেই?                         


বৃহস্পতিবারই তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো। এদিন নিউটাউনের BE ব্লকের পার্টি অফিসে গিয়ে দেখা যায় দরজায় তালা। একই ছবি দেখা গিয়েছে BA ব্লকের পার্টি অফিসে। তালাবন্ধ টিন দিয়ে তৈরি এই পার্টি অফিসও। অন্যদিকে, তৃতীয় পার্টি অফিস পড়ে আছে খোলা আবস্থায়।  ভেতরে জমা করা রয়েছে তৃণমূলের পতাকা। মামলাকারীর দাবি, হিডকোর জমিতে এরকম অন্তত ৩৫টি পার্টি অফিস বানানো হয়েছে।                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন' আক্রমণ অমিত শাহর