সৌভিক মজুমদার, কলকাতা: সিবিআইয়ের হাত থেকে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) ডেটা রুম হস্তান্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ (CRPF) প্রত্যাহারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, "আজ থেকেই স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়ন্ত্রণে থাকবে ডেটা রুম (Data Room)। সব নিয়ম মেনে এসএসসি-র (SSC) চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই।''
ডেটা রুম হস্তান্তের নির্দেশ আদালতের: এদিনের শুনানিতে বিচারপতি বলেন, এতদিন এসএসসি-র যে ডেটারুম সিবিআইয়ের হাতে ছিল, তা এসএসসি-কে ফিরিয়ে দেওয়া হল। পাশাপাশি বলা হয়েছে, এতদিন পর্যন্ত এসএসসি দফতরের বাইরে সিআরপিএফ-এর আধিকারিকরা মোতায়েন থাকতেন, তাঁদের সেখান থেকে প্রত্যাহার করা হল। এখন থেকে ওই ডেটা রুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে স্কুল সার্ভিস কমিশনের। ডেটা রুম হস্তান্তর করার প্রক্রিয়া আজকের মধ্যে সম্পন্ন করবে সিবিআই, এমনটাই নির্দেশ আদালতের।
গত ১৮ মে কার্যত রাত দুপুরে, তড়িঘড়ি আদালত বসান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। গভীর রাতে নাটকীয় মোড় নেয় SSC-মামলা! চেয়ারম্যানের পদত্যাগের পর, তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। প্রায় ৪ মাস সেই নির্দেশই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যাহার করলেন।
চলতি বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দিনকয়েক আগে SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি করে ইডি (ED)। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীকে সরাসরি অভিযুক্ত বলে দাবি করেন তদন্তকারী অফিসাররা। আদালতে ইডি-র দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ২৮ কোটি টাকা চাকরি-বিক্রির টাকা। এই টাকা অর্পিতার ফ্ল্যাটে রেখেছিলেন পার্থ। আদালতে ইডি-র দাবি, বেলঘরিয়ার যে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই ঠিকানায় পার্থর পরিবারের এক ঘনিষ্ঠের অফিস রয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari : তারকেশ্বরে শুভেন্দুর সভায় 'পাথর', পুকুরের জল ও দুধ ঢেলে শুদ্ধিকরণ