রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ' একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি ( Jalpaiguri ) শহরে আসতে চলেছেন ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথিতযশা, ক্ষ্যাতনামা চোর ' জলপাইগুড়ি শহরে চোখে পড়ল তৃণমূলের একটি প্রচার অটো! আর তাতেই এই ঘোষণা। 


শুভেন্দুর মিছিল 
উত্তরবঙ্গে আজ বিজেপির সভা। সভার প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। ১৩ সেপ্টেম্বরের নবান্ন অভিযানের পরিকল্পনা রয়েছে বিজেপির।  প্রচারে, শুক্রবার জলপাইগুড়িতে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে হয় গেরুয়া সমর্থকদের মিছিলও। তবে বিজেপির এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই, রাজনীতির পারদ চড়তে শুরু করেছিল জলপাইগুড়ি  শহরে। 


ঢাক বাজিয়ে তৃণমূলের পাল্টা প্রচার 
তৃণমূল সকাল থেকেই বিজেপির মিছিলের বিরুদ্ধ প্রচার করে। প্রচার পদ্ধতিও ছিল অভিনব। কখনও ঢাক বাজিয়ে, ছোট পথসভা করে, আবার কখনও অটোতে করে মাইকে প্রচার করে তৃণমূল। এক যুব তৃণমূল নেতাকে মাইকে ঘোষণা করতে শোনা যায়, ' একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি শহরে আসতে চলেছেন ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথিতযশা, ক্ষ্যাতনামা চোর শুভেন্দু অধিকারী, জলপাইগুড়ি শহরে ভারতবর্ষের ডাকাত দলের সদস্যদের নিয়ে একটি নাটক পরিবেশন করবেন।' 


'চোরের মায়ের বড় গলা' স্লোগান 
TMC নেতা দেবজিৎ সরকার বলেন, ' কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের খ্যাতনামা চোর নাটক করবেন, এই নাটকের নাম চোরের মায়ের বড় গলা ! উপস্থিত থাকবেন কিছু জোকার। এটা দেখার জন্য মানুষকে আমন্ত্রণ করছি, আগে তো টিভিতে টাকা নিতে দেখেছেন, আজ সরাসরি দেখে যান। ' 

বিজেপির পাল্টা 
পাল্টা বিজেপি নেতা শ্যামপ্রসাদ বলেন, ' TMC নেতাদের ঘুম উড়ে গিয়েছে । ওষুধ খেয়ে রাতে ঘুমোতে হচ্ছে । তারাই মাইকিং করছে। এতে কোনও লাভ নেই। শুভেন্দু দার স্লোগান একটাই , চোর ধরো জেল ভরো, সব চোরকে ধরতে হবে এই বার্তা দিতেই জলপাইগুড়ি তে আসছেন শুভেন্দু অধিকারী । ' 


২০১৯-এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার একমাত্র লোকসভা কেন্দ্র, তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি।কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭টি কেন্দ্রের মধ্যে বিজেপি জেতে চারটিতে এবং তৃণমূল জেতে তিনটি আসনে।