সৌভিক মজুমদার, মুর্শিদাবাদ: রানিনগর ২-এর কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে (Raninagar 2 Panchayat Samiti) জেল থেকে নিয়ে এসে ভোটদানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এফআইআরে নাম থাকা ৬ জন কংগ্রেস প্রার্থীর (Congress Candidate) বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে, আদালতে জানাল রাজ্য। ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন স্থায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে।


কী বলেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি?
'আমাকে প্রশাসন, বড়বাবু চাপ দিচ্ছে যে, তৃণমূলে যোগদান করতে হবে',পঞ্চায়েত সমিতির সভাপতি ও কংগ্রেস নেতা কুদ্দুস আলির বিস্ফোরক এই বক্তব্য ভাইরাল হয়েছিল। রানিনগরে পঞ্চায়েত সমিতি গঠন ঘিরে যে অশান্তি তৈরি হয়েছিল, তার জেরে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন এই কুদ্দুস আলি। তাঁকে এবার জেল থেকে এনে ভোটদানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, 'আমাদের পশ্চিমবঙ্গের এই অব্যবস্থা, গণতন্ত্রকে ধর্ষণ ও খুন করা, রাজ্য প্রশাসনের উপরে আদালত কার্যত কোনও ভরসা রাখতে পারছে না। আমরা মানুষ যেমন এই কঙ্কালসার গণতান্ত্রিক চেহারার উপর ভরসা রাখতে পারছি না, পুলিশ যে ভাবে এই কঙ্কালসার তৃণমূলের উপর জামা পরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানে হাইকোর্টের এই নির্দেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কী অবস্থা। তাই মিথ্যা মামলায় কংগ্রেসের যে নেতাদের জেলের ভিতর, তাঁদের নিয়ে এসে ভোটদান করাতে হবে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।'


প্রেক্ষাপট...
গত ১২ সেপ্টেম্বর, মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে জানানো হয়, ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না, নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। এর আগে আদালতে কংগ্রেস দাবি করে, বোর্ড গঠনে বাধা দিতে পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হওয়ার কথা ছিল। সেই মামলাতেই এদিন  রানিনগর ২-এর কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে নিয়ে এসে ভোটদানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট


আরও পড়ুন:সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, রাতারাতি অনামিকাদের নিয়োগপত্র সংগ্রহ করার নোটিস SSC-র