সৌভিক মজুমদার, কলকাতা : ২৩ দিনের মধ্যে ২৩ জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পর্ষদের ভুল, শোধরাতে হবে পর্ষদকেই, জানিয়ে  দিল হাইকোর্ট। ২৩ সেপ্টেম্বরের মধ্যে ২৩ জনকে চাকরি দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)।


৬টি ভুল প্রশ্নের নম্বর জুড়েই ২৩ জন টেট উত্তীর্ণ হয়েছেন, কোর্টে জানায় পর্ষদ। ৬ টি প্রশ্নে ভুল থাকার জেরে কোর্টের নির্দেশে সোহম রায়চৌধুরী-সহ ২৩ জন টেট উত্তীর্ণ। পর্ষদ যে প্রসঙ্গে জানিয়েছিল, ‘২০১৬, ২০২০ নিয়োগ সম্পূর্ণ, এখন নিয়োগের পরিস্থিতি নেই, টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে হাইকোর্টে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। পর্ষদের ভুল, পর্ষদকেই শোধরাতে হবে, শূন্যপদ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার’।


ঠিক কী হয়েছিল


২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তাতে বসেছিলেন এই পরীক্ষার্থীরা। পরের বছর যে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। যেখানে দেখা যায় অনুর্তীর্ণ হয়েছেন তাঁরা। যার জেরে ২০১৬ সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার মাধ্যমে চাকরি পাননি পরীক্ষার্থীরা। তারপর পর্ষদের ৬ টি প্রশ্নে ভুল ছিল জানিয়ে তাঁরা পর্ষদ ও আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ২০১৮ সালে নির্দেশ দিয়েছিলেন, ভুল ৬ টি প্রশ্ন যাঁরা উত্তর দিয়েছেন, তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে।


চলেছিল বিবাদ


কলকাতা হাইকোর্টের রায় পাওয়ার পর পরীক্ষার্থীরা ভেবেছিলেন তাঁরা দ্রুতই নিয়োগপত্র পাবেন। কিন্তু তার পরে ২০২০ সালে যখন নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে টেট পাস করা হয়ে গিয়েছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু তাঁদের নিয়োগে পরিস্থিতি নেই বলেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার পরই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। যে মামলাতেই এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন,পর্ষদকে শুধরে নিতে হবে নিজের ভুল। পাশপাশি আগামী ২৩ দিনের মধ্যে চাকরি দিতে হবে ২৩ জন টেট উত্তীর্ণকে।


জারি বিক্ষোভ


এদিকে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ ও বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের কাশফুল আর বালিশ নিয়ে অভিনব বিক্ষোভ দেখান রবিবার। ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে সামিল কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। এর আগে ২০২১-র ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শিল্পায়ন নিয়ে বার্তা দিতে গিয়ে কাশফুল থেকে বালিশ বানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন- '৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের