কলকাতা: নৈতিক চরিত্র গড়ে তোলার দিকে জোর দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক দিবসের দিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এমন কথা বলেন তিনি।  মমতা বলেন, 'একটা করে ক্লাস নিন নৈতিক চরিত্র গঠন নিয়ে।' তিনি আরও বলেন, 'কে কতটা লোভী হবে, তা ব্যক্তির উপর নির্ভর করে। ব্যক্তি মানুষের সততার উপর পুরোটা নির্ভরশীল। সঙ্গদোষে কেউ কেউ বিপথে যান, তার জন্য সবার বিরুদ্ধে কুত্সা করা ঠিক নয়।' 


সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তুলকালাম চলছে রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে কেন্দ্রীয় সংস্থার তদন্ত। সেই মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী, একাধিক উচ্চপদস্থ ব্যক্তি। নাম জড়িয়েছে তৃণমলের একাধিক নেতা-কর্মীর। সেই আবহে এমন কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। দুর্নীতির ইস্যুতে বামেদের দিকেও তোপ দাগেন তিনি। মমতা বলেন, 'আমাদের আমলে কাগজ আছে, তাই দুর্নীতি ধরা পড়ে। বামেদের আমলে কোনও কাগজ নেই, আমরা খুঁজে পাইনি। ন্যায়বিচার যাঁরা পাননি, তাঁরা আমাদের আমলেই তা পাবেন।' 


শিক্ষক নিয়োগ প্রসঙ্গ:
এদিন শিক্ষক নিয়োগ নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '৮৯ হাজার শিক্ষক নিয়োগ আগামীদিনে হতে চলেছে। কয়েকজন ছেলেমেয়ে রাস্তায় বসে ছিলেন। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন, এদের নম্বর পারমিট করছে না। তাও আমি বলেছিলাম, ব্যবস্থা করে দিতে।' শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। এদিন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'ন্যায়বিচার যাঁরা পাননি, তাঁরা আমাদের আমলেই তা পাবেন। চাকরি দিতে চাই, কেউ কেউ পিআইএল করে জীবনটাই পিআইএল করে দিচ্ছে।' রাজ্যের আর্থিক সংঙ্কট নিয়ে বারবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র রাজ্যের প্রাপ্য বকেয়া দিচ্ছে না, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনও তিনি বলেন, 'ট্রেজারিতে টাকা আছে তো? রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবি।'


পড়ুয়াদের প্রতি বার্তা:
এদিন পড়ুয়াদের প্রতিও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের দেশের ইতিহাস, ধর্ম নিরপেক্ষতাকে জানতে হবে। বাংলা একদিন মেধায় বিশ্বের দখল নেবে। শিক্ষকরা আমাদের গর্ব। বাইরে লেখাপড়া করে, সবাই এখানে ফিরে আসুক। উচ্চশিক্ষার জন্য কেন বিদেশ যাবেন? ১১ বছরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়, ৫১টি কলেজ হয়েছে।'


আরও পড়ুন:  'আমরা কারও চাকরি খাইনি', শিক্ষকদিবসে ক্ষোভ উগরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়