সৌভিক মজুমদার ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : শ্রীকান্ত দত্ত নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলায় কলকাতা পুরসভা (Kolkata Municipality Area) এলাকায় বেআইনি দখলদারি ও হকারদের সরানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬ সপ্তাহের মধ্য়ে বেআইনি দখলদারি ও হকারদের সরানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  


ফুটপাত (Footpath) দখল করে হকার দৌরাত্ম্য় শহরে নতুন নয়। কলকাতার প্রায় অর্ধেকের বেশি রাস্তার ফুটপাত দীর্ঘদিন ধরেই হকারদের দখলে। এমনকী হকারদের দখলদারির জেরে ফুটপাত দিয়ে চলাফেরা করার উপায় নেই। এই নিয়ে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।


৬ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভা এলাকায় বেআইনি দখলদারি ও হকারদের সরানোর নির্দেশ দিল আদালত। শ্রীকান্ত দত্ত নামে এক আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য় করেন, ধর্মতলার গ্র্য়ান্ড হোটেলের নীচে বহু দোকান রয়েছে, সেগুলি দখলদারদের জন্য় দেখাই যায় না। ফুটপাতে কেউ বসলেই মানুষ গিয়ে ভিড় করছেন, সচেতনতার অভাব। মানুষ পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টের কথা মনে হয় ভুলে গেছেন।


কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, একটি ভিডিওতে দেখলাম একজন যুবতী দোকানদার একজন প্রবীণ ব্য়ক্তির সঙ্গে দুর্ব্য়বহার করছেন। নির্বাচিত পুর প্রতিনিধিদের আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নিতেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পুর প্রতিনিধিদের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য়, রাজনীতি করবেন না। রাজনীতি জড়িয়ে গেলে কোনও কাজ হবে না। 


হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, মহামান্য আদালত একটি নির্দেশ দিয়েছে, সেই ভিত্তিতে দ্রুত পদক্ষেপের জন্য সব পক্ষের সঙ্গে কথা বলা হবে।                                                                                                                                                   


আরও পড়ুন- রাজ্যপালের ওপর নজরদারি কলকাতা পুলিশের ! রাজ্য সরকারকে নালিশ রাজভবনের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial