কলকাতা: ঘোষণা মতোই BJP-তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। আর BJP-তে যোগদান করেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। (Abhijit Ganguly)
বৃহস্পতিবার দুপুরে কলকাতায় BJP-র সদর দফতরে গিয়ে দলে যোগদান করেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে যেখানে, মহান নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো মানুষজন আছেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আছেন, তাঁদের উপদেশ প্রতি মুহূর্তে লাগবে আমার। দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করতে চাই আমি। যে দায়িত্বই দেওয়া হোক না কেন,স তা যথাযথ ভাবে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ আমি।" (Abhijit Ganguly in BJP)
এর পরই রাজ্য থেকে তৃণূমূল সরকারকে উৎখাতের ডাক দেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আজ আর বিশেষ কিছু বলার নেই, শুধু এইটুকুই বলব, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা নির্বাচনেই, যাতে ২০২৬ সালে আর ক্ষমতায় আসতে না পারে তারা।"
আরও পড়ুন: Abhijit Gangopadhyay Join BJP: বিজেপিতে 'অভিষেক' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, হাতে নিলেন পতাকা
পশ্চিমবঙ্গে BJP-র ক্ষমতায় আসা দরকার বলেও মত অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, "পশ্চিমবঙ্গের প্রয়োজনে BJP-র ক্ষমতায় আসা খুব দরকার। বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি, বাংলা ক্রমাগত শুধু পিছিয়ে পড়ছে। তাই সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর, সিরিয়াস লড়াই শুরু করা যায়।"
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগদান করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। দলে যোগদানের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর কথা হয় বলে জানা গিয়েছে। আগামী দিনে নির্বাচনী রাজনীতিতেও তাঁকে দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। তবে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, সেই নিয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে দল যে দায়িত্বই দিক না কেন, তিনি নিষ্ঠা ভরে পালন করবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যে BJP-র ক্ষমতায় আসা প্রয়োজন বলে এদিন মন্তব্য করেন তিনি।