সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ. নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। বিরোধী দলনেতার সব আশঙ্কা উড়িয়ে দিতে পারে না আদালত। মন্তব্য বিচারপতির। পুলিশ নিজে অথবা একদল মানুষের প্ররোচনায় একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি তার যে কর্তব্য তা স্তব্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা। 


হাইকোর্টের অনুমতি: উল্লেখ্য, তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট নেতা প্রতিপক্ষের গড়ে সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল কাঁথিতে অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে। একই দিনে ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। বলা হয়, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা হবে। তবে আদালত নির্দেশ দিয়েছে, শব্দবিধি মেনে সভা করতে হবে, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষও তার আগে অনুমতি দিয়েছে বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী। এর আগে সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব।  


প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা: গুজরাতে ঐতিহাসিক ফলের পথে বিজেপি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। পরপর ৭ বার গুজরাত জয়ে অমিত শা, জে পি নাড্ডাকেও অভিনন্দন। ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাতে বিতর্ক: বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেদিন তাঁর সঙ্গে সেটিংয়ের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, তিনি অন্যদের নিয়ে যাওয়ায় তা হয়নি। তৃণমূল অবশ্য এই অভিযোগে গুরুত্ব না দিয়ে, পাল্টা সুর চড়ে।


সম্প্রতি মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে, বিধানসভায় তাঁর ঘরে দেখা করতে গেছিলেন, শুভেন্দু অধিকারী! দুই যুযুধানের এই সাক্ষাতের খবর সামনে আসতেই, রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে! সেই রেশ কাটার আগেই তা নিয়ে নতুন বোমা ফাটান শুভেন্দু অধিকারী!


সাক্ষাৎ নিয়ে তুললেন ‘সেটিংয়ের চেষ্টা’র চাঞ্চল্যকর অভিযোগ!পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। ২৫ নভেম্বর শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অশোক লাহিড়ি। 


যা নিয়ে সেটিংয়ের অভিযোগে সুর চড়ায় সিপিএম-কংগ্রেস। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সেই অভিযোগের জবাব দিতেই কি এবার তৃণমূলের বিরুদ্ধে সেটিংয়ের চেষ্টার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী? যদিও, বামেরা তাদের পুরনো অবস্থানেই অনড়। 


বিধানসভার এই সাক্ষাতের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পুরনো সুরে আক্রমণ শানাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে আবার তাঁকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ বলেন সৌজন্য কেউ দাবি করেন, সেটিংয়ের চেষ্টার অভিযোগ!কার কথা বিশ্বাস করবে মানুষ, উত্তর মিলবে ভোটের বাক্সে।