সৌভিক মজুমদার, কলকাতা: ঝালদা ইস্যুতে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। সোমবার ওই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 


কী নির্দেশ:
কোনও প্রশাসক নয়, ঝালদা পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসক। ৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। জানিয়ে দিল হাইকোর্ট। সবপক্ষের হলফনামা তলব করা হয়েছে। ৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।
বিচারপতি বলেন, 'নতুন চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য করার দায়িত্ব ভাইস চেয়ারম্যানের।  ৭ দিনের মধ্যে তাঁর এই কাজ করার কথা। ৩ ডিসেম্বর চেয়ারম্যান নির্বাচনের বিশেষ সভার আগেই প্রশাসক বসানোর সিদ্ধান্ত। উপ পুরপ্রধানের পদত্যাগপত্র গৃহীত হল কিনা ২ ডিসেম্বরের নির্দেশিকায় উল্লেখ নেই।


'উপ পুরপ্রধান পদত্যাগ করেছেন, কিন্তু কাকে পদত্যাগপত্র পাঠিয়েছেন?', রাজ্যকে এই প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিন্হা। তার জবাবে সরকারি আইনজীবী জানান, উনি পদত্যাগ করেছেন, কিন্তু কার কাছে তা জানা নেই। ২৮ নভেম্বর পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান। এই প্রসঙ্গ তুলে সরকারি আইনজীবী বলেন, 'চেয়ারম্যান পদত্যাগ করলে, ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব নিতে হয়। তিনি পদত্যাগপত্র কাকে দেবেন?'


বিচারপতি প্রশ্ন করেন, 'রাজ্য কীভাবে এই প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করে?' জবাবে সরকারি আইনজীবী বলেন, 'সরকার দেখেছে শূন্যপদ তৈরি হয়েছে, তাই হস্তক্ষেপ'


ঝালদা পুরসভার ৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। আগামী বুধবার পর্যন্ত ৪ কংগ্রেস এবং ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছিল। তার পরদিনই ঝালদা পুরসভায় বোর্ড গঠনের কথা ছিল। আগেই আস্থা ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল। মিথ্যে মামলায় বিরোধীদের ফাঁসানো হতে পারে, এই আশঙ্কায় মামলা করেছিল কংগ্রেস। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যদিও বোর্ড গঠনের আগেই সেখানে এক তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। ঘুরপথে ক্ষমতা দখলের অভিযোগ তুলে, আদালতে যায় কংগ্রেস। ঘুরপথে পুরুলিয়ার ঝালদা পুরসভার রাশ নিজেদের হাতে রাখে তৃণমূল! কংগ্রেসের বোর্ড গঠন কার্যত নিশ্চিত হতেই রাতারাতি পুরসভার মাথায় বসানো হয়েছিল প্রশাসককে। সেই বিজ্ঞপ্তিতিতেই স্থগিতাদেশ দিল হাইকোর্ট।


রাজভবন অভিযান:
ঝালদা পুরসভা ইস্যুতে সোমবার কংগ্রেস রাজভবন অভিযান করে। সেই মিছিল ঘিরে তুলকালাম বাঁধে। গেটের বাইরে কংগ্রেস কর্মীদের আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।  কংগ্রেসকর্মীদের জোর করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।


আরও পড়ুন:  প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রুখতে জেলায় জেলায় অফিসার নিয়োগের সিদ্ধান্ত পঞ্চায়েত দফতরের