সুমন ঘড়াই, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির (corruption) রুখতে প্রতি জেলায় অফিসার (officer) নিয়োগের (recruitment) সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দফতর (panchayat department)। সূত্রের খবর, এই কাজের জন্য ১ জন করে আইএএস অথবা ডব্লুবিসিএস আধিকারিক নিয়োগ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, এমনই সিদ্ধান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে।
যা জানা গেল...
কিছুক্ষণ আগেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর। গত আট মাস ধরে এই প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। হালেই টাকা দেওয়া চালু হলেও সে জন্য কিছু নির্দেশিকা বা অ্য়াডভাইসারি রাজ্য সরকারকে পাঠিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী দুর্নীতি রুখতেই এমন পদক্ষেপ, শোনা যাচ্ছে সূত্রে। রাজ্য প্রশাসন সূত্রে আরও খবর, এর পরও 'দুর্নীতি' হলে ফের টাকা দেওয়া বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। সেই জন্য এবার অফিসারদের দুর্নীতি আটকানোর কাজে লাগানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর। প্রসঙ্গত, একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ এনে অতীতে বার বার সরব হতে শোনা গিয়েছে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা তোপ দেগেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীও।
প্রকল্পের টাকা নিয়ে তরজা...
গত নভেম্বরেও রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে বিরোধীরাও যাতে কেন্দ্রের কাছে দরবার করেন, সে ব্যাপারে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ বিধানসভায় দাঁড়িয়ে সে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রকে বারবার অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার জন্য, নাম না করে বিরোধী দলনেতাকেও নিশানা করেছিলেন তিনি। এমনকি দুর্গাপুজোর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকেও তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' আবার পাল্টা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে দুর্নীতির অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' তবে এই নিয়ে তরজার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। এবার সেই প্রকল্পেই দুর্নীতি রুখতে নির্দেশিকা জারি রাজ্যের।
আরও পড়ুন:G-20 র লোগোতে পদ্ম-চিহ্ন বিতর্ক, দিল্লি যাওয়ার আগে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?