কলকাতা: মামলার শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ-বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। বুধবার খাদ্য দফতরে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ-বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। ৮ অক্টোবর, ২০২১-এ ১৬২জনকে নিয়োগ, চলতি বছরের এপ্রিলে অব্যাহতি। চলতি বছরের ২৪ জুন নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়।


সেখানে ১৬১জন ডেটা এন্ট্রি অপারেটরকে অপাসারণ করা হয়রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে (High Court) মামলা করেন ১৬১জন ডেটা এন্ট্রি অপারেটর। ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি, রাজ্যকে হলফনামা পেশের নির্দেশও দিয়েছে হাইকোর্ট।



স্কুল-শিক্ষক দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, কিছুদিন আগেই গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কলেজের অধ্যাপক পদে নিয়োগ নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ। বেনিয়মের অভিযোগ উঠেছে দমকলের নিয়োগেও। এরইমধ্যে এবার খাদ্য দফতরের চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) মামলা চলাকালী ৩৪২টি শূন্যপদে কোনও নিয়োগ নয় ১৬১ জন মামলাকারীর অভিযোগের প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ। রাজ্য সরকারকে হলফনামা পেশেরও নির্দেশ দিয়েছে আদালত।


২০২১ সালের ৮ই অক্টোবর মামলাকারী ১৬১ জন সহ বেশ কয়েকজনকে খাদ্য দফতরের চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হয়। চলতি বছরের ৩০শে এপ্রিল, অর্থাত্‍, কাজ পাওয়ার ৭ মাসেরও কম সময়ে, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় ১৬১ জনকে। এই ছাঁটাই হওয়া চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবি, সরকারি প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই চাকরি থেকে বাদ দেওয়া হয় তাঁদের।


এ নিয়ে বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। আর একদিকে যখন ছাঁটাই করা হচ্ছে, তখন ফের খাদ্য দফতরের চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।


আদালতের হুঁশিয়ারি: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জমানা শেষ। আদালতের সঙ্গে চালাকি করবেন না, হয় মামলা প্রত্যাহার করুন, নয়তো বিশাল অঙ্কের জরিমানা।দরকার হলে আলাদা মামলা করুন, এই মামলাকে বিলম্বিত করবেন না। মামলাকে বিপথে চালিত করার চেষ্টা করবেন না, কেন করছেন আমি জানি,  প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় টেট পাস এবং প্রশিক্ষণরত প্রার্থীদের আইনজীবীর উদ্দেশে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতির। 


আরও পড়ুন: Bihar Politics: বিধানসভায় শক্তিপরীক্ষা নীতীশ-তেজস্বীর, তার আগে আরজেডি নেতাদের দুয়ারে সিবিআই