Calcutta High Court: 'কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর দেখা যাচ্ছে না?' প্রশ্ন বিচারপতির

OMR Sheet: 'কৈফিয়ত দিতে হবে কেন 'স্বচ্ছতা' রাখা হয়নি?' প্রশ্ন আদালতের। টেকনিক্যাল সমস্যা আছে, আপলোডিং শেষ হয়নি, আজকের মধ্যে শেষ হবে, জানাল কমিশন। 

Continues below advertisement

কলকাতা: OMR শিট নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী। 'কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর দেখা যাচ্ছে না?' কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়'। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। কমিশনের সচিবকে আদালতে হাজিরার নির্দেশ। 'কৈফিয়ত দিতে হবে কেন 'স্বচ্ছতা' রাখা হয়নি?' প্রশ্ন আদালতের। টেকনিক্যাল সমস্যা আছে, আপলোডিং শেষ হয়নি, আজকের মধ্যে শেষ হবে, জানাল কমিশন।

Continues below advertisement

কমিশনের সচিবকে আদালতে হাজিরার নির্দেশ: নবম দশমে শিক্ষক নিয়োগে ৯৫২ জনের OMR শিট আপলোড করার কথা ছিল। এই OMR শিট নিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সূত্রের খবর, দেখা যাচ্ছে জন্ম তারিখ এবং রোল নম্বর না দিলে OMR শিট দেখা যাচ্ছে না। যা নিয়ে এদিনের শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। কেন স্বচ্ছতা রাখা হয়নি তা জানতে চান বিচারপতি। পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন এই বিষয়ে আদালতে খুশি নয়। বিচারপতির প্রশ্নের উত্তরে টেকনিক্যাল সমস্যা আছে বলে জানিয়েছে কমিশন। একইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়, আপলোডিং শেষ হয়নি, আজকের মধ্যে শেষ হবে। কমিশনের সচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি।                                                                                  

OMR শিট কারচুপির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ED-ও। দিনকয়েক আগে ED-কে মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ৪০ জনের মধ্যে এই  ১৩জন অবস্থান জানাতে আসেন। সংশ্লিষ্টদের ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছিল।                                                         

অন্যদিকে, গ্রুপ ডি-তে ওএমআর শিট বিকৃতি নিয়ে কড়া অবস্থান বিচারপতি বিশ্বজিৎ বসু। বেআইনি নিয়োগ পেয়েছেন তাদের তালিকা তুলে দিতে সময়সীমা দিলেন পর্ষদকে। দুপুর তিনটের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ পর্ষদকে। 'দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে। আর নয়, একদিনও এদের স্কুলে ঢুকতে দেব না। মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

আরও পড়ুন: Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচন

Continues below advertisement
Sponsored Links by Taboola