সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam Case) তদন্ত নিয়ে ফের কড়া অবস্থান রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে ইডিকে (ED) কার্যত সময় বেঁধে দিল হাইকোর্ট। এদিন আদালতের তরফে জানান হয়, ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের প্রশ্নের মুখে পড়তে হল ইডিকে।'১৯ মাস ধরে আপনারা কিছুই করেননি', এমনটাই মন্তব্য আদালতের। এদিকে, ইডির তরফে জানান হয় যে, তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক (Abhishek Banerjee)। এই প্রসঙ্গ উঠতেই হাইকোর্টের তরফে বলা হয়, 'আগে নথি দেখুন, প্রয়োজনে ডেকে পাঠান, জিজ্ঞাসাবাদ করুন। ১২ ঘণ্টা, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন, শেষ না হলে আবার ডাকুন। জিজ্ঞাসাবাদ শেষ না হলে আবার পরের দিন ডাকুন, তদন্ত শেষ করুন'।
'সমন পাঠানো হলেই আদালত বলতে পারে না তিনি অভিযুক্ত', নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে ইডিকে কড়া বার্তা ডিভিশন বেঞ্চের। এও বলা হয়, 'এই দুর্নীতি বটানিক্যাল গার্ডেনের বটগাছের মতো, কত শাখা আছে, কেউ জানে না।'
এদিকে, ডিভিশন বেঞ্চের কাছে নথি পেশে বাড়তি সময় চাইলেন অভিষেকের আইনজীবী। ১০ অক্টোবরের মধ্যে দিতেই হবে, না পারলে ইডিকে জানান, মন্তব্য হাইকোর্ট। এই প্রসঙ্গেই ইডির অভিযোগ, এভাবেই তদন্তকে ব্যাহত করার চেষ্টা চলছে। এরপর অভিষেকের আইনজীবীর তরফে বলা হয়, ৪-৫দিনের রক্ষাকবচ দেওয়া হোক। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর আর্জি খারিজ করে আদালত। রক্ষাকবচ দিল না হাইকোর্ট।
আরও পড়ুন, দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি, উত্তরে জারি লাল সতর্কতা
'সব নথি না পেলে সমন পাঠাতে পারবেন, কোনও রক্ষাকবচ দিচ্ছি না', এদিন অভিষেকের আইনজীবীর আর্জি খারিজ করে এমনটাই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। 'নথি দেখে সন্তুষ্ট না হলে সমন পাঠানো যাবে, কিন্তু ১৯-২৬ অক্টোবরের মধ্যে নয়', প্রাথমিক তদন্তে জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কার্যত ধোপে টিকল না শুভেন্দুর বিরুদ্ধে ইডির তথ্য ফাঁসের অভিষেকের অভিযোগও। 'গোপন নথি ফাঁস হয়েই থাকে, কিন্তু ইডিকে আরও সতর্ক থাকতে হবে', অভিষেকের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মন্তব্য বিচারপতির।