মুম্বই: দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'স্বদেশ' (Swadesh) ছবির অভিনেত্রী গায়ত্রী জোশী (Gayatri Joshi)। সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী বিকাশ। তবে অক্ষত রয়েছেন তাঁরা। এবার এই ঘটনায় শাস্তির সম্মুখীন হয়েছেন তাঁরা?
ঠিক কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা? অভিনেত্রী জানিয়েছেন, ইতালিতে ভ্রমণের সময় একাধিক গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন তারা। ল্যাম্বরগিনি এবং ফেরারি-সহ বেশ কয়েকটি গাড়ি একই সঙ্গে ক্যাম্পার ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। একটি বিলাসবহুল গাড়ির রেসের (সার্ডিনিয়া সুপারকাল ট্যুর) (Sardinia Supercar Tour) সময় এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ওভারটেক করার সময় ওই ফেরারিটিতে আগুন লেগে যায়। ওই গাড়িতেই ছিলেন এক বয়স্ক দম্পতি। মেলিসা ক্রাউটলি ( বয়স - ৬৩) এবং মার্কাস ক্রাউতলি (বয়স - ৬৭) নামে ওই দম্পতি মারা যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও।
শোনা যাচ্ছে, বিলাসবহুল গাড়ির রেসে গতি বাড়িয়ে চলার সময় অভিনেত্রীর গাড়িই ধাক্কা মারে ওই দম্পতির গাড়িতে। দুটি গাড়িই গতি বাড়িয়ে অতিক্রম করতে গিয়েছিল ওই ক্যাম্পার ভ্যানটিকে। সেইসময়, অভিনেত্রীর ল্যাম্বরগিনি গাড়ি ধাক্কা মারে প্রবীণ ও দম্পতির ফেরারি গাড়িটিতে। তখনই ছিটকে পড়ে উল্টে যায় গাড়িটি। আগুন ধরে যায় তাতে। উল্টে পড়ে ক্যাম্পারটিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে দুর্ঘটনার ক্লিপিংস।
তবে শারীরিকভাবে অক্ষত থাকলেও, বিপদে পড়তে পারেন গায়ত্রী ও বিকাশ। জানা যাচ্ছে, এই ঘটনায় ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁদের। সুইস দম্পতির মৃত্যুর জন্য মামলা রুজু হতে পারে তাঁদের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশি তদন্তের কোনও খবর পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, গোটা এলাকাই সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। ফলে গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়েছে। সেটাই সাহায্য করবে তদন্তে। দুর্ঘটনার পরে গায়ত্রীর রাস্তায় বসে থাকার ছবিও ভাইরাল হয়েছে।
শাহরুখের নায়িকা হয়েই বলিউডে পা রেখেছিলেন গায়ত্রী। 'স্বদেশ' ছবিতে গীতার ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি। আশুতোষ গোয়ারিকরের ছবির জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন তিনি। শাহরুখের সঙ্গে তাঁর রসায়নও দর্শকের বেশ মন কেড়েছিল। তবে এই একটি ছবির পরে আর দেখা যায়নি অভিনেত্রীকে। পর্দায় আর সিনেমা করেননি গায়ত্রী। অনতিকাল পরে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। অভিনয় জগত থেকে বিদায় নিয়ে এখন নিজের জীবনে ব্যস্ত অভিনেত্রী।
আরও পড়ুন: Neena Gupta: বিমানবন্দরে বিপত্তি, বরেলিতে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা নীনাকে