সৌভিক মজুমদার, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট। মুখবন্ধ খামে পেশ করা হয়েছে রিপোর্ট। আদালত সূত্রে খবর, রিপোর্টে সিট জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির কাছ থেকে পাওয়া ৬৮৯টি মামলার মধ্যে ৪০টি মামলা সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। ৫৮৫টি মামলায় চার্জশিট পেশ করেছে সিট। ৬৪টি মামলা ক্লোজ করা হয়েছে। সিবিআইয়ের ফেরত পাঠানো ২টি মামলার তদন্ত চলছে।
সিবিআই এর তরফে আদালতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০টি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় তদন্ত আরও চালিয়ে যাওয়ার জন্য নিম্ন আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তদন্ত করছে সিবিআই ও সিট। এর আগে এই মামলার শুনানিতে কয়েকটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আজ ফের ওই মামলাটির শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সকাল ১১টা নাগাদ শুনানি শুরু হয় বলে খবর।
চার্জশিটে নাম রয়েছে ১৫ জনের। তাঁদের মধ্যে, ১২ জন বর্তমানে জেলবন্দি। খুনের ঘটনায় আগেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও অস্ত্র আইনে মামলা রুজু হয়।
উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তদন্ত শুরু হওয়ার পর জেলায় জেলায় তদন্তে গিয়েছে সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর নদিয়ার (Nadia) কোতোয়ালিতে ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুনে থেকে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই (CBI)। সিবিআইয়ের দাবি, ধৃতের ৪ দিনের ট্রানজিট রিমান্ড পুনে আদালতের। এই মামলায় ১০ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। অভিযুক্তদের মধ্যে হাজতে আছে ১২ জন।