নয়া দিল্লি : শেয়ারবাজারে বড়সড় ধস। বাজার খুলতেই সূচক পড়ল ৮৮২ পয়েন্ট। শেয়ারসূচকে পতন, নিম্নমুখী নিফটিও। গতকাল একদিনে প্রায় ২ হাজার পয়েন্ট পড়েছিল সেনসেক্স। গত ৬ দিনে প্রায় ৫ হাজার পয়েন্ট নেমেছে সেনসেক্স। গতকাল ৫০০ পয়েন্টের কাছাকাছি নেমে গিয়েছিল নিফটিও। 







বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির আতঙ্ক দেখা গিয়েছে। বিশ্ব বাজারেও কমেছে স্টক। প্রাথমিকভাবে, বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলিও কম ছিল এদিন। সংবাদসংস্থা পিটিআই-এর মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য মুদ্রানীতি কঠোর করার বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বিগত কয়েকদিন ধরেই ওঠানামা চলছিল শেয়ার বাজারে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্চ (বিএসই) সূচক সেনসেক্সে ও ন্যাশনায় স্টক এক্সচেঞ্চ (এনএসই)-র সূচক নিফটিতে বড়সড় ধস নামল।


আন্তর্জাতিক শেয়ার বাজার গত কয়েকদিন ধরেই দুর্বল। এর প্রভাবেই গত পাঁচ সেশনে ভারতের শেয়ার সূচকে পতন দেখা গেল। এশিয়ার শেয়ার বাজারও পড়েছে। কারণ, লগ্নিকারীরা আমেরিকার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে তাকিয়ে। সাম্প্রতিক বছরগুলিতে শেয়ার বাজার উর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে বিশাল পরিমাণে লিকিউডিটির একটা বড় প্রভাব ছিল। সেই লিকিউডিটি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফেডারেল রিজার্ভ নিতে পারে বলে মনে করা হচ্ছে।


এদিন, দিনের শুরুতে Axis Bank এর শেয়ার প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যান্য লাভকারীদের মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল এবং পাওয়ারগ্রিড। এশিয়ান পেইন্টস সেনসেক্সে শীর্ষে থাকলেও এদিন ৪.৩৮ শতাংশ কমেছে পয়েন্ট। উইপ্রো, টেক মাহিন্দ্রা, এলএন্ডটি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাঙ্ক-এরও পয়েন্ট কমেছে।