কলকাতা: আরজি কর কাণ্ডে এবার বিতর্ক বাড়িয়ে তুলেছে সেমিনার রুম (যা ঘটনাস্থল হিসেবে চিহ্নিত) । জরুরি বিভাগের চারতলায় 'চেস্ট ডিপার্টমেন্ট'-এর এই সেমিনার রুম থেকেই উদ্ধার হয়  মহিলা চিকিৎসকের দেহ। এরপর থেকেই উত্তাল হয় হাসপাতাল চত্বর। আর সেই সময়ই যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টোদিকে বিশ্রামের ঘর তৈরির জন্য শুরু হয় সংস্কার। তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে এরপর শুরু হয় তুমুল বিক্ষোভ-প্রতিবাদ। শুক্রবার এই বিষয়ের আঁচ পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও।

  


এদিন রাজ্যকে ধমক দিয়ে প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম বলেন, 'এবার বরং আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি। রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভাল হবে।'          



আদালতে 'সেমিনার রুম বিতর্ক'


এদিন সেমিনার রুমে 'ভাঙচুর'-এর অভিযোগ নিয়ে রাজ্য সরকারের তরফে বলা হয়, এখনও পর্যন্ত ঘটনাস্থল অক্ষতই আছে। 'Place of occurance' বা ঘটনাস্থল ভাঙা হয়েছে বা প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে তা ভুল। এরপরই প্রধান বিচারপতির রাজ্যের আইনজীবীকে বলেন, কেন তাহলে এ বিষয়ে এফিডেভিট ফাইল করলেন না? রাজ্যের তরফে বলা হয়, যে জায়গাটি ভাঙা হয়েছে সেটার সঙ্গে সেমিনার রুমের কোনও যোগই নেই। যে ঘরের কাজ হচ্ছিল তা অনেকদিন থেকেই ঠিক করার দাবি হয়েছিল। 


পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতিও। রাজ্যের আইনজীবীকে তিনি বলেন, 'এত তাড়াহুড়োর কী ছিল?' উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, 'মহিলাদের রেস্টরুমের দাবি ছিল তাই। কিন্তু ওই সেমিনার রুমে তো হাতই দেওয়া হয়নি।' এরপরই রেগে যান প্রধান বিচারপতি। বলেন, 'জেলা আদালত গুলির অবস্থা দেখে আসুন। সেখানকার বিশ্রামাগার গুলির অবস্থা দেখে আসুন, শিলিগুড়ি যান। কী অবস্থা হয়ে আছে সেখানে।' 


এরপরই প্রধান বিচারপতি বলেন, 'এখন ওখানে রোগী কতজন আছে? বরং হাসপাতাল বন্ধ করেই দিচ্ছি। রোগীকে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে। প্রয়োজনে রোগীর পরিবারদের বোঝানো হবে বিষয়টা। সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এরপর বন্ধ করে দেওয়া হোক হাসপাতাল। এটাই ভাল হবে।'  



এদিন পুলিশ এবং প্রশাসনকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে হলফনামা দিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। শুনানির পরবর্তী দিন তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির। বুধবার এই মামলার পরবর্তী শুনানি । 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে