কলকাতা: ২০১৬ সালের পর থেকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College and Hospital) ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০১৬ সালে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল টিএমসিপি (TMCP)। তারপর থেকে আর নির্বাচন হয়নি। এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও করল পড়ুয়ারা। শুক্রবার দুপুর ১টা থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অধ্যক্ষকে ঘেরাও ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের। 



সদস্যদের বয়ান: মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এরপর কেটে গিয়েছে ২২ দিন। ছাত্রদের অভিযোগ এতদিন কেটে গেলেও কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, শুক্রবার এ নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলেও তাঁদের সঙ্গে কথা বলেননি তিনি। পাশাপাশি তাঁদের বাইরে বের করে অধ্যক্ষ নিজের ঘর বন্ধ করে দেন বলেও অভিযোগ করেছেন অভিযোগকারী ছাত্ররা। তবে অভিযোগকারীরা জানিয়েছেন অধ্যক্ষ কথা না বলা পর্যন্ত তাঁর ঘরের সামনে এই অবস্থান চলবে।



অন্যদিকে চলতি সেপ্টেম্বরেই মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে বিরোধ প্রকাশ্যে আসে। তৃণমূলের প্যানেলের সদস্যদের নিয়ে সমাবেশে গরহাজির শান্তনু সেন। প্যানেল প্রকাশের কথা জানতেনই না বলে দাবি। পাল্টা, অ্যাড হক কমিটির সভাপতির দাবি, পুরোটাই হয়েছে শীর্ষ নেতৃত্বের নির্দেশে। 


রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটের দামামা বেজে গেছে। আর সেই নির্বাচন ঘিরে প্রকাশ্যে চলে এল বিবাদ! তৃণমূলপন্থী চিকিত্‍সকপ্রার্থীদের সমর্থনে চিকিত্‍সক সমাবেশ হয়ে গেলেও প্রার্থীদের প্যানেলের কথা জানেন না বলে দাবি করেন IMA-র রাজ্য শাখার সাধারণ সম্পাদক। 


এ প্রসঙ্গে  IMA-র রাজ্য শাখা ও তৃণমূল সাংসদ  ও সাধারণ সম্পাদক শান্তনু সেন বলেন, সুদীপ্ত রায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। অবশ্যই এটা বিষয়। আমার জানা নেই তৃণমূল থেকে কোনও প্যানেল অ্যানাউন্স করা হয়েছে কিনা। যদি দল থেকে জানায়, এই প্যানেলটা দলের ছাড়পত্র প্রাপ্ত, তাহলে অবশ্যই এদের জন্য ভোটে আপ্রাণ চেষ্টা করব, যাতে জেতে।


হাইকোর্টের নির্দেশে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। শুরু হয়ে গেছে প্রক্রিয়া। নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে। মনোনয়ন দেওয়া থেকে ভোটার তালিকা সংশোধন এনিয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়। সূত্রের খবর, সরকারি ও বেসরকারি চিকিত্‍সক মিলিয়ে, ৬২ হাজার ভোটার রয়েছেন। সূত্রের খবর, এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা কথা বলে তৃণমূলের পক্ষ থেকে ৭’জন সরকারি চিকিত্‍সক ৭ জন বেসরকারি চিকিত্‍সকের তালিকা প্রকাশ করা হয়। 


তাঁদের নিয়ে, শুক্রবার, RG কর মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে সভা করা হয়। সমাবেশের আয়োজন করেন, বিধায়ক তথা অ্যাড হক কমিটির সভাপতি সুদীপ্ত রায়। তবে এই সভায় অনুপস্থিত ছিলেন, মেডিক্যাল কাউন্সিল প্রাক্তন সভাপতি নির্মল মাজি এবং IMA-র রাজ্য শাখার সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ শান্তনু সেন।