কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical College) নতুন অধ্যক্ষ হলেন শুভ্র মিত্র। আর জি কর থেকে সরানোর চার ঘণ্টার মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছিল সন্দীপ ঘোষকে। পরে প্রবল চাপে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাস্থ্যভবন। এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হলেন শুভ্র মিত্র।


গত ১২ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্য়ে বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হল।আরজি কর মেডিক্যালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনওভাবেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে মেনে নেওয়া হবে না। নিয়োগ হওয়ার পর তা পরিষ্কার করে দিয়েছিলেন আন্দোলনকারীরা। প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তালা। গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় বাইক। চলে রাত পাহারা। কলেজের এক পড়ুয়া জানান, "আমি যদি রিসেন্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবি, তাহলে সন্দীপ ঘোষ শুধুমাত্র আরজি করের (মেডিক্যাল) অধ্যক্ষ হিসেবে ব্যর্থ নয়, তিনি অধ্যক্ষ হিসেবেই ব্যর্থ। তাহলে তিনি যদি আরজি করের অধ্যক্ষ না থাকেন, তাহলে অন্য যে কোনও কলেজের অধ্যক্ষ পদেই বা কীভাবে থাকবেন? আমরা কোনও কলেজকেই দ্বিতীয় আরজি কর হিসেবে চাই না।'' বিতর্কের মুখে পড়ে ন্যশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে গত ২১ অগাস্ট সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে।  


সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তা নিয়ে সুপ্রিম কোর্টকলকাতা হাইকোর্টেও কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। নিয়োগের ১০ দিন পর ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দীপ ঘোষকে। এবিষয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা নতুন অফিসারদের টিম এখানে দিচ্ছি, তাছাড়া ওঁরা আরও একটা দাবি জানিয়েছিল আর জি করের সদ্য় প্রাক্তন যিনি অধ্য়ক্ষ তাঁকে আমরা ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষের পদে বসিয়েছিলাম, উনি যেহেতু বিশেষ ছুটিতে আছে তাই তাঁকে ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের পদে বসানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।'' শেষমেশ নতুন অধ্যক্ষ পেল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি এই জেলাগুলিতে, মৎস্যজীবীদের সতর্কবার্তা