কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ ।  উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর। 


এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ  দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।                 


আরও খবর :


স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়


ট্রেনে, বাসে বা রাস্তায় পড়ে রয়েছে পরীক্ষার উত্তরপত্র।অতীতে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। এবার হারিয়ে গেল বাংলার স্নাতকোত্তরের পরীক্ষার খাতা ফলে উৎসবের মরশুমে মাথায় হাত পড়েছে শতাধিক পরীক্ষার্থীর। দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিককলেজে স্নাতকোত্তর পড়ানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এরকমই ৩টি কলেজের বাংলায় স্নাতকোত্তরের ১২০টি খাতা হারিয়ে গেছে!


আর নিয়েই এখন জোর শোরগোল বেঁধেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। সম্প্রতি নিয়ে বৈঠকেও বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা গেছে, যে ৩টি কলেজের উত্তরপত্র হারিয়ে গেছে তার মধ্যে ১টি কলেজের পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সার্ভারে আপলোড করা হলেও,বাকি ২টি কলেজের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সার্ভারে আপলোড করা হয়নি।


ফলে উত্তরপত্র হারিয়ে যাওয়ায়, কে কত নম্বর পেয়েছেন, তা এখন আর জানা সম্ভব নয়।


পড়ুয়াদের ভবিষ্যত কী হবে তা নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দেজানিয়েছেন, এই বিষয়ে এখন কী করণীয় তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ভাবা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা চাইলে অন্যান্য পত্রেরসর্বোচ্চ নম্বর পেতে পারেন। অথবা নতুন করে পরীক্ষাও নেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সাধারণত স্নাতকোত্তরের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র পাঠায় বিশ্ববিদ্যালয়। পরীক্ষার ব্যবস্থা করা এবং খাতা দেখার দায়িত্ব থাকে সংশ্লিষ্টকলেজের ওপর। এখন এই উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা বিশ্ববিদ্যায়লয়। সূত্রের খবর, কোন কলেজের কোনকোন শিক্ষকের গাফিলতিতে এমনটা ঘটেছে, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে।


দোষীদের কী শাস্তি দেওয়া হবে তা ঠিক করেও পাঠাতে বলা হয়েছে।  তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।