কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে-কে ঘেরাও টিএমসিপি-র। 'বেআইনিভাবে সিন্ডিকেট করে ছাত্রছাত্রী ও রাজ্য সরকারকে অন্ধকারে রেখে দাবি দাওয়া পাস করাচ্ছেন উপাচার্য', কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ।
গতবছরও পৃথক ইস্যুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনকারীদের ঝান্ডা রেখে আসতে বলেছিলেন উপাচার্য । বিভিন্ন পরিকাঠামোগত বিষয়ে উপাচার্যকে স্মারকলিপি পেশ করেছিল টিএমসিপি। ঝান্ডা নিয়ে উপাচার্যের ঘরে ঢুকে পড়েছিলেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। 'আমার কাছে আসার জন্য ঝান্ডার দরকার হয় না' । 'বিশ্ববিদ্যালয়ে রাজনীতির রং ঢুকলে বিভেদ-বিচ্ছিন্নতা বাড়ে' । আমাকে কেউ হুমকি দিলে এই চেয়ার ছাড়তে আমার এক মিনিটও সময় লাগবে না, কড়া বার্তা দিয়েছিলেন উপাচার্যও।
চলতি বছরের শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য়পাল (Govornor)। একযোগে আচার্য সিভি আনন্দ বোসকে (C V Ananda Bose) কালো পতাকা দেখিয়েছিল TMCP ও AIDSO. উঠল গো ব্য়াক স্লোগান। যদিও এই বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি আচার্য। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অনুষ্ঠান থেকে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি।
সম্প্রতি ফি বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SFI-এর নেতৃত্বে আন্দোলনে নামেন পড়ুয়ারা। সন্ধে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হয়ে ছিলেন অন্তর্বতী উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। SFI-এর নেতৃত্বে ফি কমানোর দাবিতে গত এক সপ্তাহ ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন চলছে। SFI-এর দাবি, ফি কমানোর দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাড়া মেলেনি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফি বৃদ্ধি নিয়ে অ্যাডভাইসরি কমিটি সুপারিশ করলেও, তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তারপরেই আন্দোলনে শুরু হয়।
আরও পড়ুন, জীবন-স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ GST, প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্মলাকে চিঠি মমতার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।