ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের দুর্ঘটনার (accident) কবলে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কনভয়ে (convoy) থাকা গাড়ি (car)। লক্ষণীয় ভাবে এবারও পূর্ব মেদিনীপুরের (east midnapore) মারিশদাতেই ঘটনাটি ঘটে। লরির সঙ্গে ধাক্কায় দুমরে মুচরে যায় গাড়িটির একাংশ।
কী হয়েছে?স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিরোধী দলনেতার কনভয় কলকাতার দিকে আসছিল। হঠাতই পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে ঘটনাটি ঘটে। কনভয়ের পিছনের গাড়িটি যখন ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল, তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। তার তীব্রতা এতটাই ছিল যে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওই গাড়িটির সামনের চাকা ভেঙে বেরিয়ে যায়। গাড়িতে কয়েক জন সিআরপিএফ জওয়ান ছিলেন বলে খবর। দুর্ঘটনার পর বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে গেলেও তার কনভয়ের জন্য আর একটি গাড়ি সেখানে পৌঁছলে স্থানীয়রা সেটি ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানজট তৈরি হয় এলাকায়। যানজট মুক্ত করতে তৎপরতা বাড়ায় প্রশাসন। লক্ষণীয় বিষয় হল, জুলাইয়ের গোড়াতেও মারিশদাতেই দুর্ঘটনার মুখে পড়েছিল বিরোধী দলনেতার কনভয়। এদিনের দুর্ঘটনাস্থল থেকে তার দূরত্ব ১ কিলোমিটার।
কেন বার বার দুর্ঘটনা?জুলাইয়ের গোড়াতেই শুভেন্দু অধিকারীর কনভয়ে সিআরপিএফের গাড়িতে একটি লরি ধাক্কা দেয়। যদিও তার পর লরি নিয়ে চালক পালিয়ে যান বলে খবর। সে সময় কাঁথির এসডিপিও জানিয়েছিলেন, পলাতক লরিচালকের খোঁজ চলছে। গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিল বিজেপি। পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল। কিন্তু অদ্ভুতভাবে সেই মাসেই শুভেন্দুর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি ফের দুর্ঘটনার কবলে পড়ে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কালিকাপুরের কাছে। ওই ঘটনায় পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লেগেছিল বলে খবর। তাতে পুলিশের গাড়িটির লুকিং গ্লাস ভেঙে যায়। দুর্ঘটনার পরই দাঁড়িয়ে গিয়েছিল শুভেন্দুর কনভয়। লরির চালককে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁকে গ্রেফতারও করে পুলিশ। এবার আবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে কেন বার বার দুর্ঘটনার কবলে পড়ছে বিধায়কের কনভয়ের গাড়ি? বিশেষত এদিন মারিশদায় যেখানে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে আগের দুর্ঘটনাস্থলের দূরত্ব মোটে ১ কিলোমিটার।প্রকাশ্যে না হলেও কিছু প্রশ্ন উঠছেই।
আরও পড়ুন:'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু