কলকাতা: গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর (Anubrata Mandal's Accountant Manish Kothari) হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত (Jail Custody) । রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করার পর নির্দেশ আদালতের। 


মণীশকে নেওয়া হবে তিহাড় জেলে


আদালতের নির্দেশের পর ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে। অপরদিকে, ইডি-র তলব সত্ত্বেও এখনও হাজিরা দেননি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকে। হাজিরার নির্দেশ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককে।


সদুত্তর না পেয়েই মণীশকে গ্রেফতার


গরুপাচার মামলায় (Cow Smuggling case) অনুব্রতর দেরহক্ষী সায়গল হোসেনের (Sahegal Hossain) পর গ্রেফতার করা হয় হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish kothari)কেও। অনুব্রতর নামে কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? সূত্র মারফত খবর, মণীশকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পেতেই গ্রেফতার করা হয়েছিল তাকে।


২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানি খোলা হয়


মণীশের মুখোমুখি বসালে লেনদেনের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন অনুব্রত। উল্লেখ্য, ২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানি খোলা হয় বলে অভিযোগ। ইডি সূত্রের দাবি, ভুয়ো কোম্পানির (Fake Company) বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কিছু বলেননি মণীশ। কোনও প্রশ্নের সদুত্তর না পেয়েই ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল মণীশকে।  


নগদ টাকার উত্‍স কী ? 


গত বছর অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতবছর CBI সূত্রে খবর আসে, অনুব্রত’র মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নামে-বেমানে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা? সুকন্যার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ জমা পড়েছে, সেই টাকার উত্‍স কী? 


আরও পড়ুন, CBI তলব সত্ত্বেও সশরীরে এলেন না ‘কালীঘাটের কাকু’


'সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি'


তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিবিআই (CBI) সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই অনুব্রত কন্যা দাবি করেছেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। আর এর বাইরে একাধিক প্রশ্নের উত্তরই হ্যাঁ, কিংবা না’এ দেন অনুব্রত কন্যা ।