কলকাতা: গরুপাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mandal's Daughter)। এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। আজই হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যাকে (Sukanya Mandal)।


অপরদিকে, আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও। প্রসঙ্গত, একদিকে ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর (Accountant Manish Kothari) হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে। আর এমনই এক পরিস্থিতিতে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা। 


প্রসঙ্গত, গত সপ্তাহে মঙ্গলবার টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি।  অনুব্রতর নামে কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? সূত্র মারফত খবর, মণীশকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পেতেই গ্রেফতার করা হয়েছিল তাকে।মণীশের মুখোমুখি বসালে লেনদেনের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন অনুব্রত। উল্লেখ্য, ২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানি খোলা হয় বলে অভিযোগ। ইডি সূত্রের দাবি, ভুয়ো কোম্পানির (Fake Company) বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কিছু বলেননি মণীশ। কোনও প্রশ্নের সদুত্তর না পেয়েই ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল হিসাবরক্ষক মণীশ কোঠারিকে।  


আরও পড়ুন, তৃণমূল বিধায়কের 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচীর আগে পড়ল 'দূর হঠো' পোস্টার !


গত বছর অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাইশ সালে CBI সূত্রে খবর আসে, অনুব্রত’র মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসা করা হয়, তাঁর নামে-বেমানে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা? সুকন্যার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ জমা পড়েছে, সেই নগদ টাকার প্রকৃত উত্‍স কী? তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিবিআই (CBI) সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই অনুব্রত কন্যা দাবি করেছেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। আর এর বাইরে একাধিক প্রশ্নের উত্তরই হ্যাঁ, কিংবা না’এ দেন অনুব্রত কন্যা ।