আবির দত্ত, গুরুপল্লি: গরুপাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দিদি শিবানী ঘোষের বাড়িতে এ বার হাজির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। গুরুপল্লিতে শিবানী ঘোষের বাড়িতে সিবিআই গোয়েন্দারা। বীরভূম জেলার প্রাক্তন প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান রাজা ঘোষের মা শিবানী ঘোষ। তাঁর স্বামী একটি চালকলের মালিক বলে জানা গিয়েছে, যয়েখানে সম্প্রতি হানা দেয় সিবিআই।
এ বার অনুব্রত মণ্ডলের দিদির বাড়িতে সিবিআই
গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত গ্রেফতার হয়েছেন। তার পর থেকে তাঁর একের পর এক বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সিবিআই চার্জশিটেও তার উল্লেখ রয়েছে। ভুবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে অগাস্ট মাসে তল্লাশি চালায় সিবিআই। শিবশম্ভু রাইস মিলের মালিক শিবানী ঘোষের স্বামী কমলকান্তি ঘোষ।
বীরভূম জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের নথিতেও শিবশম্ভু রাইস মিলের মালিক হিসেবে কমলকান্তি ঘোষের নাম রয়েছে। সেই নিয়েই বিশদ তথ্য় জানতে শিবানী ঘোষের বাড়িতে সিবিআই। তদন্তের কিনারা করতে জিজ্ঞাসাবাদের জন্য়ই সিবিআই সেখানে গিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Panchayat Election 2023: মার্চ-এপ্রিলে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের
এ দিকে, গরুপাচার মামলার তদন্তে ফের বোলপুরে সিবিআই। নানুরের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বোলপুরের একাধিক বেসরকারি ব্যাঙ্কের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ। পূর্বপল্লির গেস্ট হাউসে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ। ‘কিছু নথি চেয়ে পাঠিয়েছিল সিবিআই, নিয়ে এসেছিলাম’, সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পরে দাবি বেসরকারি ব্যাঙ্কের কর্মীর।
গরুপাচার মামলার তদন্তে ফের বীরভূমে সিবিআই
এর আগেও কেরিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। তার পর এ দিন ডেকে পাঠানো হয় তাঁকে। ১৫ থেকে ২০ মিনিট সিবিআই গোয়েন্দাদের সঙ্গে ছিলেন তিনি। বেশ কিছু কাগজপত্র নিয়েই সিবিআই-এর শিবিরে ঢোকেন তাঁরা। এ দিন বেসরকারি ব্যাঙ্কের কর্মীরাও সিবিআই-এর হাতে বেশকিছু নথিপত্র তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে, গতকালই সিবিআই-এর তলব এড়ান অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। তিনি যে এএনএম অ্যাগ্রোকেম ফুট প্রাইভেট লিমিটেড সংস্থার যুগ্ম ডিরেক্টর, তার আয়-ব্যয়ের হিসেব চেয়ে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সশরীরে সিবিআই-এর সামনে না গিয়ে, ইমেল মারফত সুকন্যা নথিপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সুকন্যা এই মুহূর্তে রাজ্যের বাইরে বলেও খবর।