কলকাতা: দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত নয়। নিয়োগ দুর্নীতি থেকে গরু ও কয়লা পাচারকাণ্ডে রং না দেখে ব্যবস্থা নিক CBI ও ED। বামেদের CGO অভিযানের সভা থেকে এই দাবি তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপিকে একসূত্রে ফেলে আক্রমণ শানান বাম নেতারা (Left Leader)। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP)।
বামেদের CGO অভিযান: একের পর এক নিয়োগে দুর্নীতি, গরু ও কয়লা পাচার চিটফান্ড কেলেঙ্কারি ঘিরে উত্তাল বাংলা এই প্রেক্ষাপটেই শাসকদলের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি, দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারির দাবিতে শুক্রবার সিবিআই-ইডির আঞ্চলিক দফতর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয় বামেরা। দুপুরে হাডকো মোড়, লেকটাউন ফুটব্রিজ ও বৈশাখী ফুটব্রিজ থেকে বামেদের তিনটি মিছিল এগোতে শুরু করে। এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ধামাচাপা দেওয়াটা কাজ! মোদি-মমতা কে কখন খুশি হবে, সেই অনুযায়ী CBI-ED চলবে, না সত্যের ওপর দাঁড়াতে হবে? আমরা বলছি দ্রুত রং না দেখে তদন্ত শেষ করুন। শাস্তির ব্যবস্থা করুন।’’
কী বার্তা বাম নেতাদের? সিজিও কমপ্লেক্সের সামনে ১৪৪ ধারা জারি করা ছিল। পুলিশও সিজিও অভিযানের অনুমতি দেয়নি। তাই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনেই মঞ্চ বাঁধা হয়।সভা থেকে, নিয়োগে দুর্নীতি, পাচারকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতারি, যোগ্য কর্মপ্রার্থীদের দ্রুত নিয়োগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ও বিজেপিকে এক ব্র্যাকেটে ফেলে আক্রমণ শানান বাম নেতারা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “এই যে টাকার পাহাড় বেরিয়েছে, বারবার বলছি, এই যে অনুব্রতর যা কিছু বেরোচ্ছে, এগুলো ৪ আনা, এগুলো ED’কে বলছি, CBI’কে বলছি, আপনাদের বলছি না। আপনারা জানেন। ওই ৪ আনাতে আমরা সন্তুষ্ট নই। ওই ১২ আনাটা বার করতে হবে। তাই তো? যতক্ষণ না ১৬ আনা উসুল হচ্ছে, কেউ ছাড় পাবে না। আমরা তো এসেছি সেন্ট্রাল গভর্মেন্টের অফিসে। কারণ আমরা বলেছি, দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত দেব না। সে তৃণমূল হোক বা তৃণমূল থেকে পালিয়ে গিয়ে বিজেপির ঝাণ্ডা ধরুক। চোর, চোর। দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ।’’ সব মিলিয়ে নিয়োগে দুর্নীতি, পাচার মামলা, বাগুইআটির জোড়া খুনের ঘটনা ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান।
আরও পড়ুন: Suvendu Adhikari: তারকেশ্বরে শুভেন্দুর মিছিলকে কেন্দ্র করে অশান্তি, গ্রেফতার ৯