সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে আদালত নিযুক্ত সিট প্রধানের বদল চেয়ে আদালতে গেল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এই সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে, অখিলেশ সিংহ (Akhilesh Singh) এখন আর সিবিআইয়ে কর্মরত নন। উনি নিজেই ১৪ অক্টোবর বদলির আবেদন জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) ছাড়পত্র দিয়েছে ১৫ নভেম্বর। এই পরিস্থিতিতে অখিলেশ সিংহের জায়গায় অন্য আধিকারিক নিয়োগের জন্য আদালতে আবেদন জানায় সিবিআই। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সিবিআই আইনজীবী। তিন আধিকারিকের নাম দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে আগামীকাল মামলার শুনানি হবে।


গতকালই CBI-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ-


গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতকালই CBI-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কার্যত ভৎসনার সুরে বলেন, ৬ মাস কেটে গেছে! কিছুই করেননি! এই প্রেক্ষাপটেই তদন্তের জন্য গঠিত CBI-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ঢেলে সাজান বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২ জন CBI অফিসারকে SIT থেকে বাদ দিয়ে, ঢোকানো হয় ৪ জনকে। ভিন রাজ্যে বদলি হওয়া CBI-এর DIG অখিলেশ সিংকেও ফেরানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানান, SIT-এর নেতৃত্ব দেবেন তিনিই।


গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বুধবার CBI-এর কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ১৮ মে, ৫৪২ জন চাকরি প্রাপককে জিজ্ঞাসাবাদের জন্য CBI’কে নির্দেশ দিয়েছিলাম। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? CBI-এর আইনজীবী বলেন, ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহত্তর চক্রান্তের বিষয়টি দেখা হচ্ছে। নথি সংগ্রহ করছি। বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন সিবিআইকে প্রশ্ন করেন, আপনারা ৫ শতাংশকেও জিজ্ঞাসাবাদ করেননি ! কেন ? CBI-এর আইনজীবী বলেন, আমরা পুলিশ সুপারকে অবগত করেছিলাম। বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন প্রশ্ন করেন, SIT কবে গঠন করা হয়েছিল ? CBI জবাব দেয়, ১৭ জুন। তখন বিস্ময় প্রকাশ করে বিচারপতির মন্তব্য, তারপর ৫ মাস কেটে গেছে! মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন!


একথা বলেই বিচারপতি CBI’কে নির্দেশ দেন, SIT-এর পুনর্গঠন করা হবে। ৪ অফিসারের নাম দিন। একজন DIG’কে SIT’এর মাথায় বসাব। সিবিআই ৪ জনের নাম দেওয়ার পরে, বিচারপতি ঠিক করে দেন, ডেপুটি সুপার অংশুমান সাহা, ইন্সপেক্টর বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী এবং ওয়াসিম আক্রম খান CBI-এর বিশেষ তদন্তকারী দলের অন্তর্ভুক্ত হবেন। আগের SIT থেকে অব্যাহতি দেওয়া হয়, ডেপুটি সুপার কে সি রিশিনামোল এবং ইন্সপেক্টর ইমরান আশিককে। পুনর্গঠিত SIT’র নেতৃত্ব দেবেন DIG অখিলেশ সিং। যদিও আজ তাঁর বদল চেয়ে আদালতে যায় কেন্দ্রীয় সংস্থা।


এরআগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা, বগটুইকাণ্ড, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন-সহ একাধিক হেভিওয়েট মামলার দায়িত্বে ছিলেন CBI-এর DIG অখিলেশ সিং। পরে তাঁকে অন্যত্র বদলি করা হয়। গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, DIG অখিলেশ সিংহ এখন যেখানে আছেন, সেখান থেকে ৭ দিনের মধ্যে তাঁকে আনতে হবে। বদলি করা যাবে না।


আরও পড়ুন ; ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’ : বিচারপতি বিশ্বজিৎ বসু