হিন্দোল দে, সমীরণ পাল, ন্যাজাট : ন্যাজাটকাণ্ডের প্রায় ৩ দিনের মাথায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে একজন হলেন সন্দেশখালিরই তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার। যিনি সন্দেশখালিকাণ্ডে এর আগেও গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে এই ঘটনায়, আরেক যুবককেও গ্রেফতার করা হয়, যার নাম রুহুল কুদ্দুস তরফদার। অথচ, এই দুই ধৃতের বিরুদ্ধেই কোনও অভিযোগ দায়ের করেননি শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। কিন্তু যাদের নাম FIR-এ উল্লেখ করা হয়েছিল, তাঁরা গেলেন কোথায়? এ নিয়েও উঠছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

Continues below advertisement

FIR-এ নাম নেই। অভিযোগপত্রেও নেই তাঁর উল্লেখ। খোদ অভিযোগকারী তাঁকে চেনেন না। ন্যাজাট-কাণ্ডের ৩ দিনের মাথায় গ্রেফতার করা হল এই যুবককে। নাম রুহুল কুদ্দুস তরফদার। সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় ভাড়াবাড়িতে থাকেন তিনি। মোবাইল রিপেয়ারিং-এর কাজ করেন। ফুটবলও খেলেন। পুলিশ সূত্রে দাবি, ন্যাজাট-কাণ্ডে জড়িত থাকার সন্দেহে, শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে, সন্দেশখালির তৃণমূলের সাসপেন্ডেড নেতা, জেলা পরিষদের সদস্য় উত্তম সর্দারকেও গ্রেফতার করেছে পুলিশ। র আগেও, সন্দেশখালিকাণ্ডে, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে দাবি, উত্তম সর্দারের সঙ্গে ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার যোগসূত্র রয়েছে। দুর্ঘটনার মুহূর্তে, টেলিফোনে কথোপকথনের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই দুই ধৃতের বিরুদ্ধেই কোনও অভিযোগই দায়ের করেননি শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। ধৃত উত্তম সর্দার ও রুহুল কুদ্দুস তরফদার, ২ জনকেই ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। ধৃতের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যাদের নাম ছিল FIR-এ, সেই আব্দুল আলিম মোল্লা ও নজরুল মোল্লা এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা তৃণমূল নেতা মোসলেম শেখের ছেলে গফফর শেখকে আটক করেছে পুলিশ। 

Continues below advertisement

জেলবন্দি সন্দেশখালির একদা 'ত্রাস' শেখ শাহজাহান। তার বিরুদ্ধে চলছে সিবিআই- এর মামলা। সেই মামলা-সহ আরও একাধিক মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ এবং গাড়ির চালকের। এই ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। উঠছে একের পর এক প্রশ্ন। অথচ উত্তর মিলছে না অনেক কিছুরই। তবে এই ঘটনায় শেষ পর্যন্ত ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভোলানাথ ঘোষ। দুর্ঘটনার পর, ২৪ ঘন্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পরে, ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি আউট পোস্টে ৮ জনের নামে অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা মামলার অন্যতম সাক্ষী।