প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল: কলকাতায় এলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) ডিরেক্টর প্রবীণ সুদ (Praveen Sood)। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন তিনি। নিজাম প্যালেসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সারলেন জরুরি বৈঠকও। কোন পথে তদন্তের অগ্রগতি? আগামীর সেই রূপরেখাও তিনি ঠিক করে দিয়েছেন বলে জানা গিয়েছে।  (Kolkata News)


বহু বছর পুরনো সারদা কেলেঙ্কারি হোক অথবা রোজভ্য়ালিকাণ্ড নারদ স্টিং অপারেশন হোক বা অধুনা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ড, কয়লাপাচারকাণ্ড, ভোট পরবর্তী সন্ত্রাস, বাংলার রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে সিবিআই। একাধিক মামলায় চার্জশিটও জমা দিয়েছে সিবিআই।

কিন্তু বার বার একটাই প্রশ্ন উঠছে, তা হল CBI তদন্ত শেষ হবে কবে? আর কত বছর ধরে চলবে? তদন্তের গতি কখনও জোরে, কখনও ঢিমেতালে...এমনটা কবে বন্ধ হবে? তদন্ত নিয়ে রাজনৈতিক তরজার পরিবর্তে কবে প্রকৃত দোষীরা শাস্তি পাবে? কোনওদিন মাথা অবধি পৌঁঁছবে CBI?না কি 'রাজা' থাকবে বহাল তবিয়তে আর 'বোড়েদের' ধরেই চলবে তদন্ত?


আরও পড়ুন: Mamata Banerjee: ‘চিটফান্ড মালিকের সঙ্গে বিদেশ গিয়েছিলেন, ওদের সাংসদের কিছু হয়নি', নুসরত প্রশ্নে মমতা

এইরকম একাধিক প্রশ্নের মধ্য়েই, অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ।কলকাতায় এসে বুধবার, প্রথমে তিনি যান নিজাম প্যালেসে, সিবিআই দফতরে। সেখানে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবশ্য় হালকা মেজাজে জবাব দেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ। কী কারণে কলকাতা সফর, তা জানতে চাইলে বলেন, "মিষ্টি দই খেতে এসেছি।" এদিন সেখান থেকে বেরিয়ে আইসিসিআর-এ সম্পর্ক সভায় যোগ দেন তিনি। বৈঠক করেন সিবিআইয়ের সুপারভাইজিং অফিসার ও আইনজীবীদের সঙ্গে। বলেন, "আমরা সম্পর্ক সভা করলাম। কোথায় কোথায় অসুবিধে হচ্ছে, জানলাম। আগামী দিনে কী ভাবে কাজ করা হবে, সেটাই ঠিক হল।"

এ রাজ্য়ে সিবিআইয়ের কাছে এই মুহূর্তে তদন্তের পাহাড়। ২০১৪ থেকে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত চলছে। গত ন'বছর ধরেই চলছে রোজভ্যালি মামলার CBI তদন্তও। নারদকাণ্ডের CBI তদন্তও চলছে ছ'বছর হয়ে গেল। এই প্রেক্ষাপটে, সিবিআই ডিরেক্টরের কলকাতায় এসে একের পর এক বৈঠক কি তদন্তে গতি আনবে?

একের পর এক মামলার তদন্তভার হাতে আসায় সিবিআইয়ের কাজের বহরও বাড়ছে। তাই এবার রাজারহাটে নিজেদের আলাদা দফতর তৈরি করতে চলেছে তারা। এদিন, সেখানেও যান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ।