ভাস্কর ঘোষ, বালি: বালির (Bally) তৃণমূল নেতা (TMC) ও পরিবেশকর্মী তপন দত্ত (Tapan Dutta) খুনের মামলায় FIR দায়ের করে তদন্তভার নিল CBI। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে, খুনের অভিযোগে FIR করা হয়েছে। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।


FIR দায়ের করে তদন্তভার নিল CBI: বালির তৃণমূল নেতা (TMC Leader) তপন দত্তর খুনের (Tapan Dutta Murder)  মামলায় এবার FIR দায়ের করল CBI। ২০১১ সালে, বালির পরিবেশ কর্মী ও তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় সম্প্রতি, CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। CBI তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন অন্যতম অভিযুক্ত ও তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্ঠী গায়েন। CBI তদন্তের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এই অবস্থায়, CBI সূত্রে খবর, ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায়, CID’র থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই নথি খতিয়ে দেখেই FIR দায়ের করা হয়েছে। খুনের অভিযোগে দায়ের করা হয়েছে FIR।


২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। ঘটনার ৭ দিনের মাথায় তদন্তভার নেয় CID। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। নিহত তপন দত্তের স্ত্রীর CBI তদন্তের দাবিতে মামলা কলকাতা হাইকোর্ট।  সুপ্রিম কোর্ট ঘুরে। ফের কলকাতা হাইকোর্টে আসে। এবার সেই মামলার তদন্তভার নিল CBI।  তপন দত্ত খুনে FIR করল CBI এবিষয়ে  ডোমজুড়ের তৃণমূল বিধায়ক (TMC MLA) কল্যাণ ঘোষ বলেন, “আইন আইনের পথে চলবে। তবে, CBI ও ED’কে ব্যবহার করে সারা দেশেই বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।’’ তপন দত্ত হত্যা মামলায় আজ সিবিআই এফআইআর দায়ের করায় খুশি তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তিনি আশাবাদী এবার সঠিক বিচার হবে অপরাধীরা সাজা পাবে। বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে হত্যাকারীদের শাস্তি দেওয়া হোক বলে দাবি প্রতিমা দত্তের । 


আরও পড়ুন: Fire Brigade Recruitment Scam: দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ! নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের