রানা দাস, পূর্ব বর্ধমান: বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রী ফের বিয়ে করায়, অ্যাসিড হামলার (Acid Attack) অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনার (Kalna) ঘটনা। জানা গিয়েছে, গতকাল প্রাক্তন স্ত্রীর শ্বশুরবাড়িতে চড়াও হয়ে জানলা দিয়ে অ্যাসিড ছোড়েন ওই ব্যক্তি। গুরুতর জখম মহিলাকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্তর খোঁজ চলছে, জানিয়েছে পুলিশ।


ঠিক কী ঘটেছে? 


ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। আক্রান্তের পরিবার সূত্রে দাবি, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ, বাড়িতে টিভি দেখছিলেন মহিলা। আচমকাই, জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন প্রাক্তন স্বামী। গুরুতর আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে।                                        


অ্যাসিফড আক্রান্ত ওই তরুণীর বক্তব্য, "আমি ঘরে বসে ছিলাম। জানালা দিয়ে মুখে অ্যাসিড ছুঁড়ে চলে গেল। আমি চরম শাস্তি চাই। আগেও আমাকে হুমকি দিত।" ঘটনায় কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার বর্তমান স্বামী।          


আরও পড়ুন, ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়, পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম ক্রেতা


উল্লেখ্যে, ‍ভারতীয় দণ্ডবিধির ৩২৬এ ধারায় অ্যাসিড ছোড়ার শাস্তি ন্যূনতম ১০ বছর কারাদণ্ড৷ ৩২৬বি ধারা অনুযায়ী, অ্যাসিড ছোড়ার চেষ্টা করলেও, শাস্তি ৫ বছরের কারাদণ্ড৷ এমনকী ২০১৩ সালে সুপ্রিম কোর্ট সারা দেশে খোলা বাজারে সব ধরনের অ্যাসিড বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।                


কিন্তু তারপরও বন্ধ হচ্ছে না অ্যাসিড হামলা। কালনার SDPO জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।