SSC Group C: এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্‌হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। আলিপুর কোর্টে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংগঠিত অপরাধ, ৪১৭ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৫ এবং ৪৬৮ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ করা হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর আলিপুর এডিজে আদালতে সিবিআই এসএসসি গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে। 


সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্‌হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 


তবে এই চার্জশিটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল পার্থ চট্টোপাধ্যায়ের নাম। জানা গিয়েছে, চার্জশিটে ৬ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগেও সিবিআই তাদের এফআইআর- এ উল্লেখ করেছিল যে কোনও পাবলিক সার্ভেন্ট এই দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন। সূত্রের খবর, দুর্নীতিতে কার কী ভূমিকা তা সিবিআই- এর চার্জশিটের পরতে পরতে উল্লেখ রয়েছে। সূত্রের খবর, বৃহত্তর ষড়যন্ত্র, অন্যতম মাস্টারমাইন্ড পার্থ, চার্জশিটে উল্লেখ রয়েছে। 


এর আগে এসএসসির গ্রুপ সি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় এফআইআর করেছিল সিবিআই। এসএসসির মোট ৪টি মামলায় এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের নতুন এফআইআরে শান্তিপ্রসাদ সিন্হা-সহ মোট ৫ জনের নাম ছিল। আরটিআইয়ের মাধ্যমে ঘুরপথে দুর্নীতি হত বলে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের এফআইআরে। এফআইআরে নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। 


গত ১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। পার্থ চট্টোপাধ্যায়, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই রয়েছে বলে অভিযোগ করেছিল সিবিআই।


আরও পড়ুন- 'তথ্য প্রমাণ নষ্টের জন্য তদন্তের নাটক করছে সিআইডি ?' বিস্ফোরক দিলীপ