সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদার, কলকাতা: SSC দুর্নীতি মামলায় আজ দ্বিতীয় বার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করেছে সিবিআই (CBI)। সকাল ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তার আগে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা। সিবিআইয়ের তলবে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার। SSC দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 


পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের: সূ্ত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সিবিআই দফতরে হাজিরা দেবেন। এর আগেই সিবিআইয়ের তরফে বলা হয়েছিল বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তারা খুঁজছে। সেই কারণেই ফের ডেকে পাঠানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে উল্লেখ করা ছিল, ৫ সদস্যের যে উপদেষ্টা কমিটি রয়েছে সেই কমিটিতে অনুমোদন দেন পার্থ চট্টোপাধ্যায়। সরকারের আদৌ সায় ছিল কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। থরকালী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠরা ওই কমিটিতে ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় কিছু জানতেন না, এই যুক্তি কতটা গ্রহণযোগ্য তা নিয়েও সংশয় প্রকাশ করা হয় রঞ্জিত কুমার বাগের রিপোর্টে। 


SSC-তে নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় CBI জিজ্ঞাসাবাদের মুখে গত সপ্তাহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CBI’এর অফিসাররা।  সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং SSC’র উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মামলায় আজ ফের তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। 


অন্যদিকে এবার সিবিআই (CBI) নজরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরেশ অধিকারী (Paresh Adhikari) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আয়কর সংক্রান্ত (Income Tax) নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের (Pan Card) নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীঅনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই। 


আরও পড়ুন: Bengal SSC scam: 'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!