প্রকাশ সিনহা, কলকাতা : হাইকোর্টের নির্দেশের পর OMR-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে CBI । মঙ্গলবার সকালে সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। এবার সঙ্গে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞরাও। তল্লাশিতে এবার সাহায্য নেওয়া হচ্ছে তাদেরও।


প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট ও সার্ভারে কারচুপির অভিযোগ তোলে CBI । দুর্নীতির শিকড় খুঁজতে কেন্দ্রীয় এজেন্সিকে জোরকদমে নামার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।  ডিজিটাল ডেটা উদ্ধারে CBI প্রয়োজনে সরকারি-বেসরকারি তথ্য় প্রযুক্তি সংস্থার নিতে পারে বলে নির্দেশ দেন বিচারপতি। সেই সঙ্গে রহস্য উন্মোচনে সাহায্য নেওয়া যেতে পারে কোনও সাইবার এথিক্যাল হ্যাকারেরও । এমনটাই বলেছিলেন। বিচারপতি মান্থা। 


কয়েক মাস আগে, OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন  এবং ডিরেক্টর কৌশিক মাজির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দিয়ে সিবিআই দাবি করে, ২০১৪ সালের টেটে ১৫২ জন প্রার্থীর নাম ছিল 'WITHHELD'-এর তালিকায় অর্থাৎ এমন প্রার্থী, যাদের নথিপত্রে কোনও সমস্য়া আছে। কিন্তু, সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়, এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন! প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইমেল করেন তালিকা। শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল OMR শিটেও! চার্জশিটে সিবিআই দাবি করে, OMR স্ক্য়ানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্য়াধুনিক যন্ত্র ব্য়বহার করা হয়েছিল। যেখানে OMR গুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর হত। যাতে তাতে রদবদল করা যায়। চার্জশিটে দাবি করা হয়, শেষ পর্যন্ত ওড়িশায় নষ্ট করে ফেলা হয় নথিগুলি। যদিও, সেই সময় পর্ষদের কোনও আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন না। শুক্রবার ফের হাইকোর্টে OMR সংক্রান্ত রিপোর্ট জমা দেয় CBI। যদিও সেই রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি রাজাশেখর মান্থা। তারপরই তিনি সাইবার এক্সপার্টের সাহায্য নিয়ে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন।  


সেই মতোই মঙ্গলবার নতুন উদ্যমো কাজ শুরু করল সিবিআই। সঙ্গে সাইবার এক্সপার্ট। কী পাওয়া গেল তল্লাশিতে? ওএমআর দুর্নীতির উপর থেকে পর্দা কবে উঠবে, তার অপেক্ষায় রাজ্য।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে