প্রকাশ সিন্হা, কলকাতা: গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি করে পুরস্কার ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা সিবিআইয়ের (CBI)। সংবাদপত্রের বিজ্ঞাপনে দেওয়া হল যোগাযোগের জন্য ফোন নম্বর। 


যে ব্যক্তি আসামী বিনয় মিশ্রকে (Binay Misra) গ্রেফতার করার বিষয়ে কার্যকরী তথ্য সিবিআইকে দিতে পারবে... সিবিআই, দুর্নীতি দমন শাখা সেই ব্যক্তিকে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছে। গরু পাচার কাণ্ডে এবার বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি করল সিবিআই। 


বলা হয়েছে, খোঁজ দিতে পারলে মিলবে নগদ ১ লক্ষ টাকা। ছবি দিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিল সিবিআই। বিজ্ঞাপনে দেওয়া হয়েছে যোগাযোগের জন্য ফোন নম্বর। ভারতে হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারি করে বিদেশে পালানো বিনয় মিশ্রের টিকিটাও এখনও ধরতে পারেনি সিবিআই। গরু পাচার কাণ্ডে বহুবার তলব করা সত্ত্বেও, একবারও হাজিরা দেননি বিনয় মিশ্র। 


এই পরিস্থিতিতে, CBI’র তরফে সংবাদপত্রের বিজ্ঞাপনে লেখা হয়েছে,  তিনি (বিনয় মিশ্র) সরকারী কর্মচারীদের পক্ষে অবৈধ অর্থ ও অন্যান্য সুবিধা সংগ্রহের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। অর্থের পরিবর্তে তাঁর সংযোগ ব্যবহার করে চোরাকারবারীদের পৃষ্ঠপোষকতা ও সুরক্ষা দিতেন যা অস্তিত্বহীন শেল কোম্পানির মাধ্যমে চলে গেছে। 


আরও পড়ুন: Mahishadal : ঠিকাদারের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে পেটে ধারালো অস্ত্রের কোপ, পরে থানায় আত্মসমর্পণ শ্রমিকের !


সিবিআই সূত্রে দাবি, কলকাতা থেকে পালানোর পর, ২০২০-র ১৯ ডিসেম্বর বিনয় মিশ্র দুবাইয়ের ভারতীয় দূতাবাসে তাঁর পাসপোর্ট সারেন্ডার করার জন্য আবেদন করেন।সেখানে তিনি জানান, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ায় তিনি ভারতীয় পাসপোর্ট ছাড়তে চান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, এর পর ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাস পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট ইস্যু করে। কিন্তু, এই মুহূর্তে বিনয় মিশ্র কোথায় সেই খবর কারও কাছেই নেই। সবমিলিয়ে, শেষমেশ অর্থের টোপে কি আসবে মোস্ট ওয়ান্টেড বিনয় মিশ্রর খোঁজ? সেই প্রশ্নটাই ক্রমশ জোরালো হচ্ছে।