মুম্বই: বরফে ঢাকা চারিদিক, আর তার মধ্যেই হিমশীতল জলে ডুব অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jammwal)। আপাতত নতুন ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নিপরীক্ষা' ('Khuda Haafiz Chapter 2 Agni Pariksha') ছবির প্রচারে ব্যস্ত তিনি। আর এর মধ্যেই ফের একবার মার্শাল আর্টের অনন্য নজির দিলেন বিদ্যুৎ জামওয়াল।
প্রায় ৩ ঘণ্টা ধরে বরফের মধ্যে কার্যত ডুবে থেকে ধ্যান করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ভিডিওর ঝলক। ক্যাপশানে তিনি লিখলেন, 'কালারিপায়াত্তু বলতেন, 'তোমার মধ্যে একজন যোগী রয়েছেন যিনি জাগার অপেক্ষায় রয়েছেন।'
একটা ভিডিওতেই তিনি বুঝিয়ে দিলেন, বড় সহজ নয় মার্শাল আর্ট। ৬ ফুট গভীর বরফের মধ্যে নিজের পুরো শরীরকে মিশিয়ে দিয়ে বিদ্যুৎ জামওয়ালকে দেখা গেল ধ্যানমগ্ন হতে। এই কাজের কারণ জানতে চাওয়া হলে বিদ্যুৎ জানান, একজন মার্শাল আর্টের শিল্পীকে রোজ নিজের শরীর নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হয়। রোজ নতুন কিছুর সঙ্গে শরীরকে সইয়ে নেওয়া উচিত। বরফে ডুবে ধ্যান তারই একটা অংশ। ভিডিওর শেয়ার করে নেওয়া অংশতে নিচে দেখা গেল সময়ের হিসেবও। প্রায় ৩ ঘণ্টা বরফে ডুবে ছিলেন তিনি।
আগামী ৮ জুলাই মুক্তি পাবে বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নিপরীক্ষা' ('Khuda Haafiz Chapter 2 Agni Pariksha')। ট্রেলারে নজর করেছে বিদ্যুতের লুক।