সৌভিক মজুমদার, কলকাতা : লালনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে CBI-এর DIG ছাড়াও আধিকারিক ও অফিসার মিলিয়ে ৭ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। DIG CBI, SP CBI, গরুপাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য-সহ আরও ৪ আধিকারিকের বিরুদ্ধে খুন, তোলাবাজি, কটূক্তি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের জন্য আজ ঘটনাস্থলে যাবে CID টিম। যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।  এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল সিবিআই । 

আরও পড়ুন : লালন শেখের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে FIR-এ DIG-সহ সিবিআইয়ের ৭জনের নাম


কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

অন্যদিকে, সিবিআই হেফাজতে লালনের মৃত্যুকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। রাজ্য পুলিশের এফআইআর চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ সিবিআই । এফআইআরে নাম রয়েছে ডিআইজি, এসপি-র। নাম রয়েছে তদন্তকারী আধিকারিক সহ ৭ জনের 
বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ সিবিআইয়ের। বুধবারই শুনানির আবেদন সিবিআইয়ের । এটি আত্মহত্যার ঘটনা, দাবি সিবিআইয়ের । 'অন্যান্য মামলার তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেও FIR করা হয়েছে' তদন্তকারী আধিকারিকরা আশঙ্কায় রয়েছেন, অভিযোগ করল সিবিআই। বুধবারই দুপুর ৩ টায় শুনানি, জানালেন বিচারপতি। 






অন্যদিকে, লালনের মৃত্যুর পর বগটুইকাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প খালি করেছে সিবিআই। বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুনের সব নথি আনা হল সিজিও কমপ্লেক্সে। রামপুরহাটের ক্যাম্প থেকে রাতারাতি সরানো হল কেস ডায়েরি, ল্যাপটপ, হার্ডডিস্ক ।