বীজপুর: চিটফান্ডকাণ্ডে এ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI Raid) নজরে বীজপুরের (Bijpur News) তৃণমূল (TMC) বিধায়ক সুবোধ অধিকারী 9Subodh Adhikary)। শহর কলকাতায় সুবোধের একাধিক বাড়ি এবং ফ্ল্যাটে সিবিআই হানা। একাধিক বিলাসবহুল আবাসনে সুবোধের ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। হালিশহরে সুবোধের বাড়ি ছাড়াও কলকাতায় তাঁর তিনটি ফ্ল্যাটে হানা। টালা পার্ক, পাইকপাড়া এবং লেক টাউন ফ্ল্যাটে তল্লাশি। সুবোধের সহায়ক অভিজিৎ শিকদারের বাড়িতেও হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের।


চিটফান্ডকাণ্ডে এ বার তৃণমূল বিধায়ক সুবোধের বাড়িতে সিবিআই হানা


তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছে সিবিআই। হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির (Raju Sahani) গ্রেফতারির পরই সুবোধের বাড়িতে তল্লাশি। 
রাজুকে গ্রেফতারের পর চিটফান্ড কেলেঙ্কারিতে গোয়েন্দাদের নজরে সুবোধ। নজরে সুবোধের ভাই কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীও।  তাঁদের পৈতৃক বাড়ি হালিশহরের জেটিয়ায়। এদিন সেখানে হানা দেন সিবিআই আধিকারিকরা। তবে রাজুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও চিটফান্ড-যোগ অস্বীকার করেছেন কমল। চিটফান্ডকাণ্ডে যুক্ত নন বলে দাবি করেছেন। 


আরও পড়ুন: Malda News: গাজোলে CID হানা, মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা


সিবিআই সূত্রে দাবি, সানমার্গ চিটফান্ডকাণ্ডে (Chit Fund) কলকাতায় ৩টি এবং হালিশহর, জেটিয়া, কাঁচরাপাড়া মিলিয়ে মোট সাতটি জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের অফিস মঙ্গলদীপ ভবনেও। সিবিআইয়ের তল্লাশি চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।


সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি


কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা নিয়ে সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী বলেন, "১৫ বছর ধরে এখানে আছি। স্বামী-সন্তানকে নিয়ে থাকি। ডাক্তার দেখাতে এলে অসুস্থ বাবা-মা এসে থাকেন। এই প্রথম দেখলাম সিবিআই-কে। ১০ জন মিলে এসে তল্লাশি চালান। কেন তল্লাশি, জানি না। করছে অন্য কেউ, তার আঁচ আমাদের গায়ে এসে পড়ছে। তবে একদিকে ভালই হল। রাস্তাঘাটে আজকাল টিটকিরি শুনতে হয়। অন্তত সব পরিষ্কার হয়ে গেল। এলআইসি-র কাগজ মিলেছে বলছেন, সে তো সব বাড়িতেই পাওয়া যায়!"


অন্য দিকে, মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে সিআইডি-র হানা। এ দিন গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালান সিআইডি আধিকারিকরা। টাকা গুনতে আনা হয় টাকা গোনার যন্ত্র। সেখান থেকে এখনও পর্যন্ত উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করেছে সিআইডি।