করুণাময় সিংহ, পার্থপ্রতিম ঘোষ, গাজোল (মালদা): মালদার (Malda) গাজোলে (Gajal) ব্যবসায়ীর বাড়িতে সিআইডি-র (CID) হানা। এদিন গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালান সিআইডি (CID) আধিকারিকরা। সূত্রের খবর, উদ্ধার হয়েছে টাকা। আনা হয়েছে টাকা গোনার যন্ত্র। 


এবার মালদায় ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করল সিআইডি (CID)। এখনও চলছে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোথা থেকে এল এত টাকা? তদন্ত শুরু করেছে সিআইডি। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা (Jayprakash Saha), এমনটাও দাবি  করেছে সিআইডি।


পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট। চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হওয়া হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানির বাড়ির পর এবার, মালদার গাজোল। CBI’র অভিযানে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ১ কোটি ৩০ লক্ষ টাকা।


থরে থরে সাজানো ৫০০ ও ২ হাজারের নোট! রবিবার সেই ছবি দেখে কার্যত চক্ষচড়ক গাছ। কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কী? মাছ ব্যবসার আড়ালে কি মাদকের কারবার? রবিবার সকালে গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেন রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID’র অফিসাররা। CID সূত্রে দাবি,  সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হন ব্যবসায়ীর আত্মীয়, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওম গুপ্ত। নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল পাচারের সঙ্গে ব্যবসায়ীর যোগ রয়েছে বলে সন্দেহ CID’র।


গ্রেফতার এনামুল হকের ঘনিষ্ঠ গরু ব্যবসায়ী: অন্যদিকে গরুপাচারকাণ্ডে এবার সিআইডি-র হাতে গ্রেফতার হয়েছে এনামুল হকের ঘনিষ্ঠ গরু ব্যবসায়ী। ধৃতের নাম জেনারুল। সিআইডি-র দাবি, গরুপাচারে যুক্ত ছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের এই ব্যবসায়ী। কীভাবে হত পাচার? সিআইডি-র অভিযোগ, ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। এনামুল ও জেনারুল মিলে চালাত এই কারবার। এমনকি, সীমান্তে আটক করা গরুও নিলাম থেকে কিনে পাচার করা হত বলে সিআইডি-র দাবি। গরুপাচারকাণ্ডে আগেই গ্রেফতার হয় এনামুল হক। 


বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা: এ দিন হালিশহর পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতারের পর, চিটফান্ড কেলেঙ্কারিতে এবার বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিল সিবিআই। বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল চেয়ারম্যান কমল অধিকারীর পৈতৃক বাড়ি হালিশহরের জেটিয়ায়। এদিন সেখানে হানা দেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের অফিস মঙ্গলদীপ ভবনেও। সিবিআইয়ের তল্লাশি চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সিবিআই সূত্রে দাবি, সানমার্গ চিটফান্ডকাণ্ডে কলকাতায় ৩টি এবং হালিশহর, জেটিয়া, কাঁচরাপাড়া মিলিয়ে মোট ৭টি জায়গায় তল্লাশি চলছে।অন্যদিকে, রাজু সাহানির সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও, চিটফান্ড-যোগ অস্বীকার করেছেন কাঁচরাপাড়ার পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী।


আরও পড়ুন: North 24 Pargana: হালিশহরের পর কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে সিবিআই