কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে নজরে গোপাল দলপতি ( Gopal Dalapati )। গোপাল দলপতির বাড়িতে সিবিআই ( CBI )  । পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতে সিবিআই।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার পূূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতেও হানা দিল সিবিআই। গোপাল বাড়িতে না থাকায়, তাঁর মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, গোপালের গ্রামের বাড়িতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও নথি মেলে কি না, তারও খোঁজ চলছে। 


গোপাল দলপতির নাম কীভাবে সামনে আসে ? 
নিয়োগ দুর্নীতির মামলায় আচমকা সামনে আসে গোপাল দলপতির নাম। এই নাম সামনে আনেন ইডির হাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল গোপাল দলপতির নাম। তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন! আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে! ED সূত্রে দাবি, শুক্রবার জেরার মুখে এমনই দাবি করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ। কিন্তু, গোপাল দলপতি সম্পর্কে কুন্তলের দাবি কি আদৌ সত্য়ি? নাকি জেলবন্দি গোপালের নাম ভাসিয়ে দেওয়াটা কোনও কৌশল? কারও নাম আড়াল করতে কি গোপাল দলপতির নাম সামনে আনা হচ্ছে? 


সিবিআইয়ের সাঁড়াশি অভিযান
অন্যদিকে শনিবারই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র পর  বীরভূমের নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই। তৃণমূল নেতার আশ্রমেও হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পাশাপাশি, আমহার্স্ট স্ট্রিট থানার কাছে বিভাসের কলকাতার ফ্ল্যাটেও চলে সিবিআইয়ের তল্লাশি।


বিভাস অধিকারী ছিলেন তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি। পরে পদত্যাগ করেন। এছাড়াও, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বিভাস। সিবিআইয়ের দাবি, ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিভাস অধিকারী। এর আগে গতবছরের অক্টোবরে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট সিল করে দেয় ইডি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, ওই ফ্ল্য়াটের সিল খুলে বিভাসকে নিয়ে, তল্লাশি চালান ইডি-র অফিসাররা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভাস অধিকারীর নাম শোনা গিয়েছিল কুন্তল ঘোষ ও গোপাল দলপতির মুখে।


বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ


নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান চালায় । বাড়িতেই নজরবন্দি করা হয় বিধায়ককে। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।