আবির দত্ত, কলকাতা: শিক্ষা নিয়োগ দুর্নীতির (recruitment scam) তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে CBI. সেই তালিকাতেই রয়েছেন বিধাননগর পুরসভার তৃণমূলের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীও (Debraj Chakraborty)। এদিন সকালেই দেবরাজের তেঘরিয়ার বাড়িতে পৌঁছে যান সিবিআইয়ের (CBI) আধিকারিকরা।
সূত্রের খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পুরসভার তৃণমূলের (Bidhannagar TMC Councilor) মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI Raid)। দেবরাজ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাশাপাশি যুব তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন তিনি। ঘটনাচক্রে দেবরাজ চক্রবর্তী গায়িকা-তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী।
দেবরাজ চক্রবর্তীর আরও একটি বাড়ি রয়েছে। সেখানেও তল্লাশি চালানো হবে। সেই কারণেই তাঁকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে যাচ্ছে সিবিআই। গাড়িতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবরাজ চক্রবর্তী জানান, তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু জানেন না। তদন্তে সবরকম সহযোগিতা তিনি করছেন বলে জানিয়েছেন দেবরাজ। এখন তদন্ত চলছে বলে আর কিছু বলবেন না বলে জানিয়েছেন তিনি।
দমদম পার্কে রয়েছে দেবরাজ চক্রবর্তীর আরও একটি ফ্ল্যাট। ১ টা নাগাদ, দমদম পার্কের শ্যামনগর উদ্বাস্ত কলোনিতে দেবরাজের ওই ফ্ল্যাটে। ওই এলাকায় বালাজি অ্যাপার্টমেন্টের এক তলায় একটি ফ্ল্যাট রয়েছে দেবরাজে। সূত্রের খবর ওই ফ্ল্যাটে একটি গানের স্কুল চলে, একটি স্টুডিওর কাজও হয়। সেখানেই তল্লাশি করার জন্য দেবরাজকে সঙ্গে নিয়েই আসেন সিবিআই আধিকারিকরা। এর আগে তেঘরিয়ায় দেবরাজের বাড়িতে প্রায় ঘণ্টা তিনেক তল্লাশি চলে। তারপর সেখান থেকে বেরিয়ে গাড়িতে দেবরাজ চক্রবর্তী এবং ২ জন সিবিআই অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যান দমদম পার্কের বাড়িতে। দুপুর প্রায় পৌনে দুটো নাগাদও সেখানে চলছিল তল্লাশি।
এদিন সকাল থেকেই সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সিবিআই হানা দিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে। তারমধ্যে রয়েছে পাটুলিতে পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি, ডোমকলে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি, বড়ঞায় ধৃত কুন্তল ঘোষ ঘনিষ্ঠ, আনারুল আনসারি ও তাঁর ছেলে সুজল আনসারির বাড়িতে অভিযান চলেছে। সিবিআই সূত্রের খবর, আনারুল ও সুজলের একাধিক বিএড, ডিএলএড কলেজ রয়েছে। শিক্ষা দুর্নীতির তদন্তে কোচবিহারেও সিবিআইয়ের তল্লাশি চলছে।
আরও পড়ুন: ১৮ মিনিট ধরে ডাকাডাকি! CBI দেখে দরজা খুললেন খোদ কাউন্সিলর