প্রকাশ সিনহা, কলকাতা: সাতসকালে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই (CBI Raid) তল্লাশি। পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই আধিকারিকরা। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদেও রয়েছেন। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিতি রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তর।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল সিবিআই। ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। বাপ্পাদিত্য পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্পাদিত্য। এদিন সকালে পাটুলিতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বেল বাজিয়ে, পরিচয় দেওয়ার পরেও, প্রায় ১৮ মিনিট বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা হয় সিবিআই অফিসারদের। এর মধ্যে পাশের বাড়ির ছাদে উঠে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর বাপ্পাদিত্য নিজেই এসে গেট খুলে সিবিআই অফিসারদের ভিতরে নিয়ে যান। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
দাপুটে নেতা বাপ্পাদিত্য:
বাপ্পাদিত্য দাশগুপ্ত একসময় ছিলেন বহুজাতিক সংস্থার কর্মী। চাকরি ছেড়ে মেতে ওঠেন পুজোর আয়োজনে। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো উদ্যোক্তা হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। পাটুলি, বৈষ্ণবঘাটা এলাকায় তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত হতে শুরু করেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। বর্তমানে তিনি কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর, তাঁর সঙ্গে বাপ্পাদিত্যর ঘনিষ্ঠতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। বারবারই দুর্নীতি-যোগ অস্বীকার করেছেন বাপ্পাদিত্য।।
নানা জায়গায় তল্লাশি:
তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি ছাড়াও আরও বেশকিছু জায়গায় তল্লাশি চলছে বলে খবর সিবিআই সূত্রে। সূত্রের খবর, মুর্শিদাবাদ এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় সিবিআই তল্লাশি চলছে। এবার রাজারহাটে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সিবিআই হানা। তেঘরিয়ায় দেবরাজের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই। সিবিআই আধিকারিকদের আসার খবর শুনে বাড়িতে এলেন যুব তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানা বলে সূত্রের খবর। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরই সঙ্গে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। সেখানেও শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে নজরে ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।
কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই হানা:
মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে এবার সিবিআই হানা দিল। আনারুল আনসারি ওরফে ঝান্টু শেখ ও তাঁর ছেলে সুজল আনসারির একাধিক বিএড, ডিএলএড কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন কুন্তল ঘোষও।
আরও পড়ুন: আজই বাজারে টাটার এই IPO! বাজারে দুরন্ত লাভের ইঙ্গিত?