প্রকাশ সিন্হা, কলকাতা : কয়লাপাচার কাণ্ডের তদন্তে আজ আইনমন্ত্রী মলয় ঘটকের ( Malay Ghatak )  আসানসোলের (Asansol )  বাড়িতে সাতসকালে তল্লাশিতে গেল সিবিআই ( CBI )। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে।


মলয় ঘটকের বাড়িতে CBI
সকাল সোওয়া ৮টা নাগাদ মলয় ঘটকের বাড়িতে যান ২ থেকে ৩ জন সিবিআই অফিসার। সিবিআই যাওয়ার খবর পেয়ে আসানসোল থানার এক অফিসার যান ঘটনাস্থলে। সকাল ৯টা নাগাদ সিবিআইয়ের আরেকটি দল যায় আসানসোলে মলয় ঘটকের পুরনো বাড়িতে। সেখানে বাড়িতে ঢোকেন সিবিআইয়ের চারজন অফিসার। 


দলে ভাগ হয়ে তল্লাশি
এরপর মলয় ঘটকের আরও একটি বাড়িতে তল্লাশিতে যায় সিবিআই। তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  পাশাপাশি, আজ কলকাতায় ৪টি জায়গায় বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।অন্যদিকে মলয় ঘটকের বাড়ির অদূরে সিবিআই তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা।  


লেক গার্ডেন্সের বাড়িতেও তল্লাশি
সেইসঙ্গে কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতে সকাল সাড়ে ৮টা নাহাদ হাজির হয় সিবিআইয়ের টিম। সেখানেও তল্লাশি শুরু হয়। লেক গার্ডেন্সেই পাশের একটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। সেই বাড়িটিও মলয় ঘটকের। সেখানে থাকেন মলয় ঘটকের পুত্র ও পুত্রবধূ। রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনে মলয় ঘটকের ফ্ল্যাটে যায় সিবিআই।  


অন্যদিকে বুধবারই চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। গতকাল তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক।