কলকাতা: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। ৪ কাস্টমস অফিসারকে চলতি সপ্তাহেই তলব করল সিবিআই। নিজাম প্যালেসে ৪ কাস্টমস অফিসারকে তলব করল সিবিআই। 'এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশে ছিলেন কাস্টম অফিসাররা। কাস্টম অফিসারদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত'। সিবিআই চার্জশিটে উল্লেখ। ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করে সিবিআই। 


গরুপাচার মামলায় শুল্ক দফতরের আধিকারিকদের তলব করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাস্টমস অফিসারদের যোগসাজশেই চলত গরু পাচার। ঘুরপথে গরু কিনে পাচার করা হত বাংলাদেশে। সেই সূত্র ধরেই এবার শুল্ক আধিকারিকদের তলব করা হয়েছে। অন্যদিকে, গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের তিহাড়-বাসের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল। পিছোল জেল-বদলের আবেদনের শুনানি। 


পয়লা বৈশাখ পর্যন্ত তিহাড়েই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল বীরভূমের তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ। আর এর মধ্যেই গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির রেডারে আরও এক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বিএসএফের পর এবার কাস্টমস শুল্ক দফতরের ৪ আধিকারিককে তলব করল সিবিআই চলতি সপ্তাহেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে সোমবার রবীন্দ্র সরণির GST অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা। 


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, শুল্ক দফতরে কর্মরত দুই আধিকারিক এখানে বদলি হয়েছেন। ২০১৫-২০১৮ পর্যন্ত এঁদের পোস্টিং ছিল মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে। গরুপাচারকাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এবং অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। একইসঙ্গে গরুপাচারকাণ্ডে জেল খাটছেন গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফ কমাডান্ট সতীশ কুমার। এবার গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের প্রত্যক্ষ যোগ থাকার প্রমাণ মিলেছে বলে সিবিআইয়ের দাবি।


আদালতে চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সির দাবি, গরুপাচারের কিংপিন শেখ আবদুল লতিফ ও গরু ব্যবসায়ী এনামুল হকের সঙ্গে শুল্ক দফতরের কয়েকজন আধিকারিকের সরাসরি যোগাযোগ ছিল।  এই কাস্টমস অফিসারদের যোগসাজশেই ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত বলে সিবিআইয়ের দাবি। গত সপ্তাহে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় একাধিক কাস্টমস আধিকারিকের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সূত্র ধরেই এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে শুল্ক দফতরের ৪ আধিকারিক।  


এদিকে, সোমবার গরুপাচারকাণ্ডে ইডি-র মামলায় অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হলে, ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি, আইনজীবীকে খুনের প্রতিবাদে দিল্লি বার কাউন্সিলের ডাকা ধর্মঘটের জেরে এদিন পিছিয়ে যায় অনুব্রতর জেল-বদলের শুনানিও। এদিন আদালত থেকে তিহাড়ে ফেরত যাওয়ার সময়, ফের শারীরিক অসুস্থতার কথা বলেন অনুব্রত। ৫ মে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর জেল-বদলের আবেদনের মামলার শুনানি হবে।