কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব সিবিআইয়ের। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু।
গতকাল পোস্টিং দুর্নীতি মামলায় ( Posting Corruption Case) মঙ্গলবারও ৪০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এ দিকে, এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরই, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা কুণাল ঘোষকে নিশানা করে বিরোধীদের। সুপ্রিম কোর্টের নির্দেশনামা হাতে পেলেই বন্ধ করা হবে তদন্ত, দাবি সিবিআই সূত্রে।
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ফের সাঁড়াশি অভিযান শুরু করেছে ইডি। নিউ আলিপুরের P-ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডি-র হানা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সংস্থার CEO ছিলেন কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্র। এর পাশাপাশি, দক্ষিণ কলকাতার ২৪ নম্বর লি রোডে কাকুর মেয়ে-জামাই পারমিতা ও দেবরূপ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও চলছে তল্লাশি।
এছাড়া, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটের সাজুয়া এলাকায় প্রাক্তন জেলা সভাধিপতি শামিমা শেখের স্বামী ও তৃণমূল নেতা মৃত রমজান শেখের আবাসন প্রকল্পেও হানা দিয়েছেন ইডি-র অফিসাররা। আবাসন প্রকল্পের পাশে একটি জমি রয়েছে। সেটিও মৃত তৃণমূল নেতার নামে রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি-র আরেকটি দল রওনা দিয়েছে মহেশতলার দিকে।
এর আগে সুজয়কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিটে লি রোডের এই ফ্ল্যাটের উল্লেখ করে ইডি (ED)। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল বলে ইডি-র তদন্তকারীদের সন্দেহ। চার্জশিটে ইডি দাবি করে, সুজয়কৃষ্ণর মেয়ে-জামাইয়ের এই ফ্ল্যাটের ডিড ভ্যালু খাতায়-কলমে আড়াই কোটি দেখানো হলেও, আদতে তা ৭-৮ কোটি হতে পারে।
উল্লেখ্য গত ১৭ অগাস্ট এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানতে চেয়ে নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রসন্নকুমার রায়কে। জামিন চেয়ে আদালতে আবেদন জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়ের। সেই জামিন মামলাতেই সিবিআই রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ।