ডাবলিন: প্রায় এক বছর চোট আঘাতের জন্য দলের বাইরে থাকতে হয়েছিল। আয়ারল্যান্ড সিরিজ়ের (IND vs IRE T20I) মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটান যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এশিয়া কাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ় ছিল। সামনেই আবার দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। তাই সকলেই এই সিরিজ়ে বুমরার ম্যাচ ফিটনেস ও তাঁর ফর্মের দিকে তাকিয়ে ছিলেন। হতাশ করলেন না ভারতের তারকা বোলার। প্রত্যাবর্তন সিরিজ়েই জিতে নিলেন সেরার পুরস্কার। 


শুধু প্রত্যাবর্তন ঘটিয়ে ভাল পারফর্ম করাই নয়, এই সিরিজে অধিনায়কত্বেরও দায়িত্ব ছিল বুমরার কাঁধে। বুমরা নিজে তো ভাল পারফর্ম করলেনই, তাঁর নেতৃত্বে ভারতও ২-০ স্কোরলাইনে আইরিশদের বিরুদ্ধে সিরিজ জিতল। এটাই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক বুমরার প্রথম সিরিজ় ছিল। একঝাঁক তরুণ ক্রিকেটার তাঁর অধীনেই এই সিরিজ়ে খেলেছে। তৃতীয় টি-টোয়েন্টির পর অধিনায়কত্ব করার অভিজ্ঞতাটা ঠিক কেমন, তা সকলের সঙ্গে ভাগ করে নিলেন বুমরা।


তিনি বলেন, 'অধিনায়কত্ব করে বেশ মজাই পেলাম। দেশকে নেতৃত্ব দেওয়াটা তো সবসময়ই গর্বের, সৌভাগ্যের। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কী আর কেউ হাতছাড়া করে। ক্রিকেটার হিসাবে আমি কোনও দায়িত্ব পেলে সেটাকে উপভোগই করি। তরুণরাও খুবই আগ্রহের এবং উৎসাহের সঙ্গে এই সিরিজ় খেলেছে।' বুমরা জানান তিনি একেবারে সুস্থ রয়েছেন এবং তাঁর আর কোনওরকম চোটআঘাতজনিত সমস্যা হচ্ছে না।


 






তবে দুর্ভাগ্যবশত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 3rd T20I) একট বলও গড়ায়নি। বৃষ্টির জন্য ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যায়। পরিবেশের এমন খামখেয়ালিপনায় ম্যাচ ভেস্তে যাওয়ায় টিম ইন্ডিয়ার সকলেই যে খানিকটা হতাশ, সেকথাও জানাতে ভোলেননি বুমরা। 'এমনভাবে ম্যাচ ভেস্তে যাওয়াটা খুবই হতাশাজনক ও বিরক্তিকর। এমনটা হবে, আমরা ভাবিনি। আকাশ তো পরিস্কারই ছিল।' বলেন ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চাঁদের মাটি ছুঁল ভারত, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা সচিন, রোহিত, বিরাটদের