প্রকাশ সিনহা, কলকাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী (BJP Worker) অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনায় পরেশ পালকে (Paresh Pal) তলব করল সিবিআই (CBI)। সূত্রের খবর, বুধবার সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে (TMC MLA)। গত শনিবার পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিত্‍। সিজিও কমপ্লেক্সের (CGO Complex) সামনে ধর্নাতেও বসেছিলেন বিশ্বজিত্‍ সরকার। 


 





বিজেপি কর্মী খুনের তদন্তে তৃণমূল বিধায়ককে তলব: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। মৃত বিজেপি কর্মীর দাদা সহ পরিবারের সদস্যরা একাধিকবার পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পরিবারের অভিযোগ, ঘটনার দিন হামলা চালানো হয় পরেশ পালের নির্দেশেই। তারপর খুন করা হয়। সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় এবার তলব করা হল তৃণমূল বিধায়ককে। তদন্ত করতে গিয়ে একাধিকবার পরেশ পালের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, অভিযোগ উঠেছে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বক্তৃতার সময় হামলা চালানো, খুনের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। বিধানসভা ভোটের পরই মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার তলব করা হল পরেশ পালকে। 


ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শনিবার সিবিআই দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করেন তাঁর দাদা। বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূলের কাউন্সিলর স্বপন সমাদ্দারকে কেন সিবিআই ডাকছে না এই প্রশ্ন তুলে এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে ধর্নায় বসেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার ও তাঁর এক বন্ধু। এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের অনুমতি ছাড়া ধর্নায় বসায় ২ জনকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। 


আরও পড়ুন: South 24 Parganas News: গভীর রাতে কাঠের মিলে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল ভাঙড়ে