কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে ফের জগদ্দলে গেল সিবিআই। ২ মে ভোটের পুরানীতলায় আকাশ যাদব নামে এক যুবককে গুলি করে খুনের তদন্তে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসাররা। এর আগেও দু’বার এই ঘটনার তদন্তে জগদ্দলে গিয়েছিল সিবিআই।


রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে জগদ্দল থেকে রতন হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর জগদ্দলের বাসিন্দা শোভারানি মণ্ডলের বাড়িতে হামলা চালায় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। শোভারানির ছেলে বিজেপি করেন।  তাঁর ওপর হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এক অভিযুক্ত রতন হালদারকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই। 


উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে আরও আটজনকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের ইলামবাজারের এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে হুগলির চন্দননগর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। 


ভোট পরবর্তী হিংসার তদন্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে সিবিআই। সোমবার ৪ জেলায় দেখা গেল কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতা। বীরভূম   কোচবিহার   হাওড়া    উত্তর ২৪ পরগনা। দুই বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল সিবিআই। 


গত ৩ মে, বিধানসভা ভোটের ফল বেরনোর পরের দিন দিনহাটার পেটলায় হরিপদ রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করে বিজেপি।  সিবিআই সূত্রে খবর, ওই অভিযোগের প্রেক্ষিতে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত।


আরও পড়ুন: নারদকাণ্ডের চার্জশিটে মন্ত্রী-বিধায়কদের নাম, সিবিআই-ইডিকে বিধানসভায় তলব অধ্যক্ষর


আরও পড়ুন: এই নিয়ে ৩ বার, ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে ফের জগদ্দলে সিবিআই