পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) , সুবীরেশ ভট্টাচার্য-সহ (subiresh bhattacharya) ৭ জনকে আজ ফের আলিপুর আদালতে (alipur court) পেশ করা হবে। সিবিআই (CBI) সূত্রে খবর, প্রত্যেকের জামিনের (bail) বিরোধিতা করবে তারা। তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতকে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কী হতে পারে আজ?
সকালের মধ্যেই তাঁদের ৭ জনকে আলিপুর কোর্টে নিয়ে আসা হয়। সূত্রের খবর, সাত জনকেই ফের জেল হেফাজতে রাখার আর্জি জানাবে সিবিআই। অভিযুক্তদের আইনজীবীরা অন্য দিকে জামিনের আর্জি জানাবেন। এত দিন দেখা গিয়েছে, বিচারক তদন্তকারী আধিকারিকদের থেকে বার বার তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চেয়েছেন। যাঁদের নম্বর বাড়ানো হয়েছিল বলে অভিযোগ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, ইত্যাদি বিষয়গুলি জানতে চান বিচারক। অন্য দিকে সিবিআইয়ের তরফে 'প্রভাবশালী' তত্ত্বের কথা বলে বার বার জেল হেফাজত চাওয়া হয়েছে। তবে আজ অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের তরফে কোনও নতুন যুক্তি তুলে ধরা হয় কিনা সেটাই দেখার।
আর কী?
সিবিআই আধিকারিকরা আদালতে আগেই জানান, তাঁরা এমন ৪৭৭ জনকে পেয়েছেন যাঁরা বেআইনি ভাবে নিয়োগ হয়েছেন। কিন্তু মাত্র ৪ জনের বয়ান রেকর্ড করতে পেরেছেন তাঁরা। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল তখনই। তবে আপাতত সূত্রে খবর, আরও কয়েকজনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সম্ভবত সেই সংক্রান্ত তথ্য় এদিন আদালতের হাতে তুলে দিতে পারে সিবিআই। তবে আপাতত কোর্ট লক আপে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্য়ায়, সুবীরেশ ভট্টাচার্য, এস পি সিনহা কেউই কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। প্রসঙ্গত, ১৪ নভেম্বরের শুনানিতে আদালতে বিস্ফোরক দাবি করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনেকের নম্বরে কারচুপি হয়েছে।আদালতে সিবিআই দাবি করে, 'যাঁদের নম্বর বাড়ানো হয়েছে, এমন ৪ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ' তখন বিচারপতি বলেন, ' এঁরাও তো দুর্নীতির অংশ, তাহলে গ্রেফতার নয় কেন' । ধৃতদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে, আদালতে দাবি সিবিআইয়ের। আদালতে পেশ করা কেস ডায়েরিতে সিবিআইয়ের দাবি, টাকা দিয়ে ভুয়ো নিয়োগপত্র মিলেছে বলে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন। 'শূন্যপদের থেকেও বেশি নিয়োগপত্র দেওয়া হয় পার্থর জমানায়। বাড়তি নিয়োগপত্র পিছুও নেওয়া হয় টাকা। ' কেস ডায়েরিতে উল্লেখ সিবিআইয়ের
আরও পড়ুন:'আইসি ও বিধায়কের পরিকল্পনায় হামলা' বিস্ফোরক দাবি ডোমকলের আক্রান্ত তৃণমূল নেতার, গ্রেফতার ২